বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্তা, ৯৯৯- এ কল, বখাটে গ্রেপ্তার

রিকশায় করে বাসায় ফেরার পথে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে আসলে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ খামচে ধরে এক তরুণীর জামা ছিড়ে ফেলে। এরপর গালাগাল করতে করতে চলে যায়। পরে বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থানায় গিয়ে প্রথমে মৌখিকভাবে এ বিষয়ে অভিযোগ জানান নিপীড়নের শিকার হওয়া ওই তরুণী। এবার এই ঘটনার চার দিন পর গতকাল সকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠার জন্য হেঁটে বাসা থেকে ঝিগাতলা যাচ্ছিলেন এক ছাত্রী। তখনও রাস্তা ফাঁকা। এ সময় এক যুবক ওই ছাত্রীকে ফাঁকা রাস্তায় একা পেয়ে পেছন থেকে জাপটে ধরার চেষ্টা করে। এতে ভয় পেয়ে যান ওই ছাত্রী। চিৎকার দিয়ে উঠেন তিনি। তার চিৎকারে কিছুটা দূরে থাকা লোকজন ছুটে আসেন। দৌঁড়ে জাপটে ধরেন বখাটে যুবককে। আতঙ্কে ওখানেই বসে পড়েন ছাত্রী। বাবাকে ফোন করে বিষয়টি জানান। দ্রুত বাসা থেকে ঘটনাস্থলে ছুটে আসেন ছাত্রীর বাবা। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে হাজারীবাগ থানা পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে।

পুলিশ জানায়, ওই যুবকের নাম মাহবুব মোর্শেদ (২৬)। সে জিগাতলা এলাকার একটি বাসার দারোয়ান। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গতকালই আদালতে প্রেরণ করেছে পুলিশ।

৯৯৯-এর ফোকাল পারসন (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, হাজারীবাগের ঝিগাতলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সামনে থেকে এক বাবা সকাল ৭টার দিকে ৯৯৯-এ কল করে জানান, তার মেয়ে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এক যুবক তার মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করে। ৯৯৯ কল টেকার কনস্টেবল মো. ফয়েজ কলটি রিসিভ করেন। কনস্টেবল ফয়েজ তাৎক্ষণিকভাবে হাজারীবাগ থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

ওই ছাত্রীর বাবা বলেন, সকাল সকাল মেয়ের ফোনকল পেয়ে তিনিও ঘটনাস্থলে হাজির হন। এরপর এলাকার লোকজন মিলে ছেলেটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। এরপর তিনি ৯৯৯ নম্বরে কল করে আইনি সহায়তার জন্য অনুরোধ জানান। কিছুক্ষণ পর হাজারীবাগ থানার একটি টিম ঘটনাস্থলে আসে তখন বখাটে যুবককে পুলিশে সোপর্দ করা হয়। হাজারীবাগ থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, গ্রেপ্তার যুবক ওই ছাত্রীকে চিনে না বলে জানিয়েছে। সে বলে, তার ভুল হয়েছে। সব ভুল তো আর ক্ষমার যোগ্য নয়। তাই তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শাহবাগ থানায় মামলা করা ওই তরুণী ফেইসবুকে পোস্ট করে জানান, রিকশায় বাসায় ফেরার পথে এক ব্যক্তি তার ওপর হঠাৎ আক্রমণ করে জামা ছিড়ে ফেলে, গালাগাল করে। এমন আক্রমণের শিকার হওয়ার কথা পোস্ট করে তিনি প্রশ্ন রাখেন, স্বাভাবিক নিরাপত্তা নিয়ে এদেশে বাঁচবেন কীভাবে? ফেইসবুকে নিজের ওয়ালে ওই ঘটনা নিয়ে নিজের ছেঁড়া জামা পরা একটি ছবি পোস্ট করেন। ওই তরুণী একটি বেসরকারি রেডিও স্টেশনে কর্মরত বলে পুলিশকে জানিয়েছেন।

গত ১৮ মে নরসিংদী রেলস্টেশনে ‘অশালীন পোশাক পরার অপবাদ’ দিয়ে এক তরুণীকে হেনস্তা করা হয়, পরদিন যার ভিডিও ছড়ায় নেট দুনিয়ায়। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ হয় দেশজুড়ে। রেলস্টেশনের ঘটনায় জড়িতদের আটকও করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, বৃহস্পতিবার রাতে দায়ের করা মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে কাজ শুরু করেছে।

সোমবার, ১৩ জুন ২০২২ , ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮ ১২ জিলকদ ১৪৪৩

ঢাবি ক্যাম্পাসের পর এবার ঝিগাতলায়

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্তা, ৯৯৯- এ কল, বখাটে গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক

রিকশায় করে বাসায় ফেরার পথে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে আসলে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ খামচে ধরে এক তরুণীর জামা ছিড়ে ফেলে। এরপর গালাগাল করতে করতে চলে যায়। পরে বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থানায় গিয়ে প্রথমে মৌখিকভাবে এ বিষয়ে অভিযোগ জানান নিপীড়নের শিকার হওয়া ওই তরুণী। এবার এই ঘটনার চার দিন পর গতকাল সকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠার জন্য হেঁটে বাসা থেকে ঝিগাতলা যাচ্ছিলেন এক ছাত্রী। তখনও রাস্তা ফাঁকা। এ সময় এক যুবক ওই ছাত্রীকে ফাঁকা রাস্তায় একা পেয়ে পেছন থেকে জাপটে ধরার চেষ্টা করে। এতে ভয় পেয়ে যান ওই ছাত্রী। চিৎকার দিয়ে উঠেন তিনি। তার চিৎকারে কিছুটা দূরে থাকা লোকজন ছুটে আসেন। দৌঁড়ে জাপটে ধরেন বখাটে যুবককে। আতঙ্কে ওখানেই বসে পড়েন ছাত্রী। বাবাকে ফোন করে বিষয়টি জানান। দ্রুত বাসা থেকে ঘটনাস্থলে ছুটে আসেন ছাত্রীর বাবা। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে হাজারীবাগ থানা পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে।

পুলিশ জানায়, ওই যুবকের নাম মাহবুব মোর্শেদ (২৬)। সে জিগাতলা এলাকার একটি বাসার দারোয়ান। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গতকালই আদালতে প্রেরণ করেছে পুলিশ।

৯৯৯-এর ফোকাল পারসন (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, হাজারীবাগের ঝিগাতলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সামনে থেকে এক বাবা সকাল ৭টার দিকে ৯৯৯-এ কল করে জানান, তার মেয়ে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এক যুবক তার মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করে। ৯৯৯ কল টেকার কনস্টেবল মো. ফয়েজ কলটি রিসিভ করেন। কনস্টেবল ফয়েজ তাৎক্ষণিকভাবে হাজারীবাগ থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

ওই ছাত্রীর বাবা বলেন, সকাল সকাল মেয়ের ফোনকল পেয়ে তিনিও ঘটনাস্থলে হাজির হন। এরপর এলাকার লোকজন মিলে ছেলেটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। এরপর তিনি ৯৯৯ নম্বরে কল করে আইনি সহায়তার জন্য অনুরোধ জানান। কিছুক্ষণ পর হাজারীবাগ থানার একটি টিম ঘটনাস্থলে আসে তখন বখাটে যুবককে পুলিশে সোপর্দ করা হয়। হাজারীবাগ থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, গ্রেপ্তার যুবক ওই ছাত্রীকে চিনে না বলে জানিয়েছে। সে বলে, তার ভুল হয়েছে। সব ভুল তো আর ক্ষমার যোগ্য নয়। তাই তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শাহবাগ থানায় মামলা করা ওই তরুণী ফেইসবুকে পোস্ট করে জানান, রিকশায় বাসায় ফেরার পথে এক ব্যক্তি তার ওপর হঠাৎ আক্রমণ করে জামা ছিড়ে ফেলে, গালাগাল করে। এমন আক্রমণের শিকার হওয়ার কথা পোস্ট করে তিনি প্রশ্ন রাখেন, স্বাভাবিক নিরাপত্তা নিয়ে এদেশে বাঁচবেন কীভাবে? ফেইসবুকে নিজের ওয়ালে ওই ঘটনা নিয়ে নিজের ছেঁড়া জামা পরা একটি ছবি পোস্ট করেন। ওই তরুণী একটি বেসরকারি রেডিও স্টেশনে কর্মরত বলে পুলিশকে জানিয়েছেন।

গত ১৮ মে নরসিংদী রেলস্টেশনে ‘অশালীন পোশাক পরার অপবাদ’ দিয়ে এক তরুণীকে হেনস্তা করা হয়, পরদিন যার ভিডিও ছড়ায় নেট দুনিয়ায়। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ হয় দেশজুড়ে। রেলস্টেশনের ঘটনায় জড়িতদের আটকও করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, বৃহস্পতিবার রাতে দায়ের করা মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে কাজ শুরু করেছে।