ফের শেয়ারবাজারে পতন, কমেছে সূূচক ও দর

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর প্রথম কার্যদিবসের মতো দ্বিতীয় কার্যদিবস গতকাল পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে অধিকাংশ সিকিউরিটিজের দরও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৪৭ পয়েন্ট বা ০.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯১.৯৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.২৪ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৭.৬৭ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৯৪.৮২ পয়েন্টে এবং দুই হাজার ৩১৬.৬৭ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ১৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৬১ কোটি ৭৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৩৬ কোটি ৪০ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির বা ২২.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৫৩টির বা ৬৬.৭৫ শতাংশের এবং ৪২টির বা ১১.০৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০১.৭১ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮৯.৭৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। গতকাল সিএসইতে ৪৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির বা ২২.১৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকের ৯.৭৩ শতাংশ, তশরিফার ৯.১৩ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৪.৫১ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৪.৪৫ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৪.২১ শতাংশ, সাফকোর ৪.০৯ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.৭২ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৩.৬১ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর ৩.৩৬ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৩টির বা ৬৬.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সাউথইস্ট ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস সাউথইস্ট ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ৪.১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে সাউথইস্ট ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী ব্যাংকের ৩.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ২ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ২ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ, বঙ্গজের ১.৯৮ শতাংশ, সিনেবাংলার ১.৯৮ শতাংশ, রেনউইকের ১.৯৮ শতাংশ, আরডি ফুডের ১.৯৮ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯৮ শতাংশ কমেছে।

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৪ জিলকদ ১৪৪৩

ফের শেয়ারবাজারে পতন, কমেছে সূূচক ও দর

অর্থনৈতিক বার্তা পরিবেশক

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর প্রথম কার্যদিবসের মতো দ্বিতীয় কার্যদিবস গতকাল পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে অধিকাংশ সিকিউরিটিজের দরও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৪৭ পয়েন্ট বা ০.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯১.৯৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.২৪ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৭.৬৭ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৯৪.৮২ পয়েন্টে এবং দুই হাজার ৩১৬.৬৭ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ১৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৬১ কোটি ৭৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৩৬ কোটি ৪০ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির বা ২২.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৫৩টির বা ৬৬.৭৫ শতাংশের এবং ৪২টির বা ১১.০৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০১.৭১ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮৯.৭৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। গতকাল সিএসইতে ৪৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির বা ২২.১৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকের ৯.৭৩ শতাংশ, তশরিফার ৯.১৩ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৪.৫১ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৪.৪৫ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৪.২১ শতাংশ, সাফকোর ৪.০৯ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.৭২ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৩.৬১ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর ৩.৩৬ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৩টির বা ৬৬.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সাউথইস্ট ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস সাউথইস্ট ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ৪.১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে সাউথইস্ট ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী ব্যাংকের ৩.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ২ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ২ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ, বঙ্গজের ১.৯৮ শতাংশ, সিনেবাংলার ১.৯৮ শতাংশ, রেনউইকের ১.৯৮ শতাংশ, আরডি ফুডের ১.৯৮ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯৮ শতাংশ কমেছে।