মাঠপাড়া প্রা. স্কুলে ৩ বছর প্রধান শিক্ষক নেই

মুন্সীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য ও দুই শিক্ষক নিয়মবহির্ভূত অন্য স্কুলে ক্লাস নেয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীরা। বিদ্যালয়টিতে মোট ছাত্র ছাত্রী প্রায় ১১শ।

জানা যায়, বিদ্যালয়টির লেখাপড়া গুনগত মান ভালো বিধায় সচেতন অভিভাবকরা তাদের সন্তানদের এই বিদ্যালয়য়ে অনেক প্রত্যাশা নিয়ে ভর্তি করিয়ে থাকেন।

২০১৯ সালের শেষের দিকে করোনায় আক্রান্ত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মৃত্যু হয়। প্রধান শিক্ষিকার মৃত্যুর পরে মুন্সীগঞ্জ পৌরসভার এমন একটি গুরুত্বপূর্ণ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি শূণ্য হয় তার ওপর আবার দুই শিক্ষক অন্য স্কুলে পাঠদান করছেন।

রাখি আক্তার নামে এক অভিভাবক বলেন,ছাত্রছাত্রী তুলনায় শিক্ষক সংকট থাকা স্বত্তেও এই বিদ্যালয়ের ২ জন পুরুষ শিক্ষক নিয়ম বহির্ভূতভাবে অন্য বিদ্যালয়ে মৌখিক নির্দেশে কাজ করছেন।

মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিলুফা আক্তার জানান, বিদ্যালয়ের শিক্ষক সংকট রয়েছে নতুন ভাবে শিক্ষক নিয়োগ হলেই শিক্ষক সংকটের যে সমস্যাটি দেখা দিয়েছে তা নিরসন হবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঐ দুই শিক্ষকের ব্যাপরে বলেন কতৃপক্ষের সিন্ধান্ত অনুয়ায়ী ঐ দুই শিক্ষক ক্লাস নিচ্ছেন।

অভিযোগ রয়েছে ডেপুটেশনে মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ থাকলে নিয়োগকৃত শিক্ষক মাঠপাড়া স্কুলে চাকুরী করেন না, তিনি ডেপুটেশনে অন্য স্কুলে চাকুরী করেন।

অপরদিকে অন্য স্কুলের দুইজন শিক্ষককে ডেপুটেশনে এই স্কুলে পাঠদানের জন্য আনা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসার মাসুদ ভুইয়া বলেন কাগজপত্র না দেখে বিষয়টি বলতে পারবো না।

প্রধান শিক্ষকের বদলী বন্ধ তাই প্রধান শিক্ষক মাঠপাড়া স্কুলে দেয়া সম্ভব হয়নি।

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৪ জিলকদ ১৪৪৩

মাঠপাড়া প্রা. স্কুলে ৩ বছর প্রধান শিক্ষক নেই

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য ও দুই শিক্ষক নিয়মবহির্ভূত অন্য স্কুলে ক্লাস নেয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীরা। বিদ্যালয়টিতে মোট ছাত্র ছাত্রী প্রায় ১১শ।

জানা যায়, বিদ্যালয়টির লেখাপড়া গুনগত মান ভালো বিধায় সচেতন অভিভাবকরা তাদের সন্তানদের এই বিদ্যালয়য়ে অনেক প্রত্যাশা নিয়ে ভর্তি করিয়ে থাকেন।

২০১৯ সালের শেষের দিকে করোনায় আক্রান্ত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মৃত্যু হয়। প্রধান শিক্ষিকার মৃত্যুর পরে মুন্সীগঞ্জ পৌরসভার এমন একটি গুরুত্বপূর্ণ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি শূণ্য হয় তার ওপর আবার দুই শিক্ষক অন্য স্কুলে পাঠদান করছেন।

রাখি আক্তার নামে এক অভিভাবক বলেন,ছাত্রছাত্রী তুলনায় শিক্ষক সংকট থাকা স্বত্তেও এই বিদ্যালয়ের ২ জন পুরুষ শিক্ষক নিয়ম বহির্ভূতভাবে অন্য বিদ্যালয়ে মৌখিক নির্দেশে কাজ করছেন।

মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিলুফা আক্তার জানান, বিদ্যালয়ের শিক্ষক সংকট রয়েছে নতুন ভাবে শিক্ষক নিয়োগ হলেই শিক্ষক সংকটের যে সমস্যাটি দেখা দিয়েছে তা নিরসন হবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঐ দুই শিক্ষকের ব্যাপরে বলেন কতৃপক্ষের সিন্ধান্ত অনুয়ায়ী ঐ দুই শিক্ষক ক্লাস নিচ্ছেন।

অভিযোগ রয়েছে ডেপুটেশনে মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ থাকলে নিয়োগকৃত শিক্ষক মাঠপাড়া স্কুলে চাকুরী করেন না, তিনি ডেপুটেশনে অন্য স্কুলে চাকুরী করেন।

অপরদিকে অন্য স্কুলের দুইজন শিক্ষককে ডেপুটেশনে এই স্কুলে পাঠদানের জন্য আনা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসার মাসুদ ভুইয়া বলেন কাগজপত্র না দেখে বিষয়টি বলতে পারবো না।

প্রধান শিক্ষকের বদলী বন্ধ তাই প্রধান শিক্ষক মাঠপাড়া স্কুলে দেয়া সম্ভব হয়নি।