আমাদেরও সময় আসবে, ওয়েট অ্যান্ড সি

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় আইনের ‘কিছু ফাঁক-ফোকর’ ব্যবহার করে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার অবস্থান করছেন বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘আমাদেরও সময় আসবে। ওয়েট অ্যান্ড সি।’

গতকাল সকালে কুমিল্লা নগরীর বাদুড়তলায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচনের ১০৫টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে মতবিনিময় উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাশেদা সুলতানা বলেন, ‘তিনি (এমপি বাহার) আইন অমান্য করে নির্বাচনি এলাকায় আছেন। তবে আইনের কিছু ফাঁক-ফোঁকরকে তিনি ব্যবহার করছেন।’

তিনি আরও বলেন, ‘যদি ভোটের পরিস্থিতি ভালো না থাকে তাহলে নির্বাচন স্থগিত করা হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে।’

এ সময় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, ‘তিনি একজন জনপ্রতিনিধি। উনারা আইন প্রণয়ন করেন। যদি উনারাই আইন না মানেন, তাহলে আর কী বলব! উনাকে তো আর আমরা টেনে-হিঁচড়ে নামাতে পারি না। এখানে ইজ্জত গেল কার আপনারাই বুঝুন।’

তিনি বলেন, ‘নির্বাচনে কোন ধরনের খারাপ পরিস্থিতি এখনও ঘটেনি এবং ভোটের পরিস্থিতি ভালোই আছে। নির্বাচনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে। তবে ভোটকেন্দ্রে কোন ধরনের হাঙ্গামা বরদাশত করা হবে না।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি বুথে সংশ্লিষ্ট ভোটার ছাড়া আর কারও প্রবেশাধিকার থাকবে না। কমিশন কুমিল্লায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে চায়। এ ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কেউ অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৪ জিলকদ ১৪৪৩

বাহারের বিষয়ে ইসি রাশেদা

আমাদেরও সময় আসবে, ওয়েট অ্যান্ড সি

প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় আইনের ‘কিছু ফাঁক-ফোকর’ ব্যবহার করে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার অবস্থান করছেন বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘আমাদেরও সময় আসবে। ওয়েট অ্যান্ড সি।’

গতকাল সকালে কুমিল্লা নগরীর বাদুড়তলায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচনের ১০৫টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে মতবিনিময় উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাশেদা সুলতানা বলেন, ‘তিনি (এমপি বাহার) আইন অমান্য করে নির্বাচনি এলাকায় আছেন। তবে আইনের কিছু ফাঁক-ফোঁকরকে তিনি ব্যবহার করছেন।’

তিনি আরও বলেন, ‘যদি ভোটের পরিস্থিতি ভালো না থাকে তাহলে নির্বাচন স্থগিত করা হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে।’

এ সময় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, ‘তিনি একজন জনপ্রতিনিধি। উনারা আইন প্রণয়ন করেন। যদি উনারাই আইন না মানেন, তাহলে আর কী বলব! উনাকে তো আর আমরা টেনে-হিঁচড়ে নামাতে পারি না। এখানে ইজ্জত গেল কার আপনারাই বুঝুন।’

তিনি বলেন, ‘নির্বাচনে কোন ধরনের খারাপ পরিস্থিতি এখনও ঘটেনি এবং ভোটের পরিস্থিতি ভালোই আছে। নির্বাচনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে। তবে ভোটকেন্দ্রে কোন ধরনের হাঙ্গামা বরদাশত করা হবে না।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি বুথে সংশ্লিষ্ট ভোটার ছাড়া আর কারও প্রবেশাধিকার থাকবে না। কমিশন কুমিল্লায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে চায়। এ ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কেউ অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’