হল চাই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির ঝুলি একদম তলানিতে। ক্লাশরুম সংকট প্রকট আকার ধারণ করেছে। এজন্য অবকাঠামো বা একাডেমিক ভবন নির্মাণ করতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সম্পর্ক অনেকটা দা কুমড়ার মতো। পান থেকে চুন খসলেই বেঁধে যায় তুমুল কা-। ক্যাম্পাসে শিক্ষার্থীদের পর্যাপ্ত আবাসন না থাকায় বাইরে থাকতে হয়। তখনই ঘটে যায় নানান অপ্রীতিকর ঘটনা। ছেলেদের জন্য তিনটি এবং মেয়েদের জন্য দুটি হল থাকলেও শতকরা ৩০-৪০ জন শিক্ষার্থীর বেশি হল সুবিধা পায় না।

তাই প্রয়োজনীয়-সংখ্যক হল নির্মাণ করতে হবে। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী বন্ধন জোরদার করতে টিএসসি স্থাপন করতে হবে। তাছাড়া ক্যাফেটেরিয়া এবং অডিটরিয়াম নির্মাণ করাও এখন সময়ের দাবি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এসব অবকাঠামোগত উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

জুবায়েদ মোস্তফা

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৪ জিলকদ ১৪৪৩

হল চাই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির ঝুলি একদম তলানিতে। ক্লাশরুম সংকট প্রকট আকার ধারণ করেছে। এজন্য অবকাঠামো বা একাডেমিক ভবন নির্মাণ করতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সম্পর্ক অনেকটা দা কুমড়ার মতো। পান থেকে চুন খসলেই বেঁধে যায় তুমুল কা-। ক্যাম্পাসে শিক্ষার্থীদের পর্যাপ্ত আবাসন না থাকায় বাইরে থাকতে হয়। তখনই ঘটে যায় নানান অপ্রীতিকর ঘটনা। ছেলেদের জন্য তিনটি এবং মেয়েদের জন্য দুটি হল থাকলেও শতকরা ৩০-৪০ জন শিক্ষার্থীর বেশি হল সুবিধা পায় না।

তাই প্রয়োজনীয়-সংখ্যক হল নির্মাণ করতে হবে। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী বন্ধন জোরদার করতে টিএসসি স্থাপন করতে হবে। তাছাড়া ক্যাফেটেরিয়া এবং অডিটরিয়াম নির্মাণ করাও এখন সময়ের দাবি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এসব অবকাঠামোগত উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

জুবায়েদ মোস্তফা