আইএসপিএ’র নেটওয়ার্কে ডিডস আক্রমণকারীদের একজন শনাক্ত

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (আইএসপি) দেশীয় ও আন্তর্জাতিক হ্যাকারের মাধ্যমে ডিডস (DDOS) আক্রমণের শিকার হয়ে সার্ভার ডাউনসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছে। এই আক্রমণ প্রতিরোধ, মেকাবিলা ও শনাক্ত করার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) প্রশিক্ষণসহ বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করে আসছে।

এই ধারাবাহিকতায় আইএসপি প্রতিষ্ঠান ডায়নামিক এনালজিক্স ডিডস আক্রমণের শিকার হয়। তারপর দীর্ঘমাসের অনুসন্ধানে দেখা যায়, লাইসেন্সবিহীন আইএসপি প্রতিষ্ঠান নিয়ন অনলাইন (Neon Online) এর মালিক মো. শরিফ খান তার ফেসবুক আইডি’র মাধ্যমে ডিডস (DDOS) আক্রমণ করে আসেছ। শনাক্ত হওয়ার পর গত ৯ জুন তিনি গ্রেপ্তার হন এবং ডিজিটাল শিউিরিটি আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। আইএসপিএবি মনে করছে এর মাধ্যমে অন্যান্য ডিডস আক্রমনকারীদের শনাক্ত করার পথ সুগম হবে। সংবাদ বিজ্ঞপ্তি।­

বুধবার, ১৫ জুন ২০২২ , ১ আষাড় ১৪২৮ ১৫ জিলকদ ১৪৪৩

আইএসপিএ’র নেটওয়ার্কে ডিডস আক্রমণকারীদের একজন শনাক্ত

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (আইএসপি) দেশীয় ও আন্তর্জাতিক হ্যাকারের মাধ্যমে ডিডস (DDOS) আক্রমণের শিকার হয়ে সার্ভার ডাউনসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছে। এই আক্রমণ প্রতিরোধ, মেকাবিলা ও শনাক্ত করার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) প্রশিক্ষণসহ বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করে আসছে।

এই ধারাবাহিকতায় আইএসপি প্রতিষ্ঠান ডায়নামিক এনালজিক্স ডিডস আক্রমণের শিকার হয়। তারপর দীর্ঘমাসের অনুসন্ধানে দেখা যায়, লাইসেন্সবিহীন আইএসপি প্রতিষ্ঠান নিয়ন অনলাইন (Neon Online) এর মালিক মো. শরিফ খান তার ফেসবুক আইডি’র মাধ্যমে ডিডস (DDOS) আক্রমণ করে আসেছ। শনাক্ত হওয়ার পর গত ৯ জুন তিনি গ্রেপ্তার হন এবং ডিজিটাল শিউিরিটি আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। আইএসপিএবি মনে করছে এর মাধ্যমে অন্যান্য ডিডস আক্রমনকারীদের শনাক্ত করার পথ সুগম হবে। সংবাদ বিজ্ঞপ্তি।­