চার দিন পতনের পর শেয়ারবাজারে উত্থান

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর টানা চার কার্যদিবস পতন হলেও গতকাল উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছ।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.১২ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৪.৫১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯২ পয়েন্ট বা ০.১৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৯.৫৯ পয়েন্টে এবং দুই হাজার ৩০১.৯১ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৬৮ কোটি ৯৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৭৪ কোটি ৯১ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৫টির বা ৪৫.৮১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৬১টির বা ৪২.১৫ শতাংশের এবং ৪৬টির বা ১২.০৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬১.৯৭ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭২.৯২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর। গতকাল সিএসইতে ৪২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৭৪৩টি শেয়ার ৯৪ বার হাত বদলের মাধ্যমে ৮৫ কোটি ১৪ লাখ ০৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২২ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার ব্যাংক এশিয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন হয়েছে সিটি ব্যাংকের।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬১টির বা ৪২.১৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের (বিজিআইসি) শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

জানা গেছে, আগের কার্যদিবস বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৯.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৭০ টাকা বা ৫.৪৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৩২ শতাংশ, বিআইএফসির ৪.৪১ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১.৯৯ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১.৯৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, বিকন ফার্মার ১.৯৮ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ার দর ১.৯৭ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৫টির বা ৪৫.৮১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরএকে সিরামিকের ১০ শতাংশ, হাক্কানি পাল্পের ৯.৮৫ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৮.৩১ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৬.৭০ শতাংশ, লিগাসি ফুটওয়্যারের ৬.৫০ শতাংশ, কপারটেকের ৫.৯৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৫.৭৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.৪০ শতাংশ এবং মিরাকলের শেয়ার দর ৪.৯১ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ , ২ আষাড় ১৪২৮ ১৬ জিলকদ ১৪৪৩

চার দিন পতনের পর শেয়ারবাজারে উত্থান

অর্থনৈতিক বার্তা পরিবেশক

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর টানা চার কার্যদিবস পতন হলেও গতকাল উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছ।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.১২ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৪.৫১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯২ পয়েন্ট বা ০.১৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৯.৫৯ পয়েন্টে এবং দুই হাজার ৩০১.৯১ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৬৮ কোটি ৯৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৭৪ কোটি ৯১ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৫টির বা ৪৫.৮১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৬১টির বা ৪২.১৫ শতাংশের এবং ৪৬টির বা ১২.০৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬১.৯৭ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭২.৯২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর। গতকাল সিএসইতে ৪২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৭৪৩টি শেয়ার ৯৪ বার হাত বদলের মাধ্যমে ৮৫ কোটি ১৪ লাখ ০৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২২ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার ব্যাংক এশিয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন হয়েছে সিটি ব্যাংকের।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬১টির বা ৪২.১৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের (বিজিআইসি) শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

জানা গেছে, আগের কার্যদিবস বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৯.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৭০ টাকা বা ৫.৪৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৩২ শতাংশ, বিআইএফসির ৪.৪১ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১.৯৯ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১.৯৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, বিকন ফার্মার ১.৯৮ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ার দর ১.৯৭ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৫টির বা ৪৫.৮১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরএকে সিরামিকের ১০ শতাংশ, হাক্কানি পাল্পের ৯.৮৫ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৮.৩১ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৬.৭০ শতাংশ, লিগাসি ফুটওয়্যারের ৬.৫০ শতাংশ, কপারটেকের ৫.৯৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৫.৭৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.৪০ শতাংশ এবং মিরাকলের শেয়ার দর ৪.৯১ শতাংশ বেড়েছে।