হুয়াওয়ের ক্লাউড সেবা সরবরাহ করবে গোল্ডেন হার্ভেস্ট

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন ও তাদের পরিচালন ব্যয় (অপারেশন কস্ট) কমাতে একসঙ্গে কাজ করবে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড ও গোল্ডেন হার্ভেস্ট। এ নিয়ে সম্প্রতি হুয়াওয়ে বাংলাদেশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গোল্ডেন হার্ভেস্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর আবদুল হক ও হুয়াওয়ে বাংলাদেশের ডিরেক্টর অ্যালেক্স লি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোল্ডেন হার্ভেস্টের অপারেশন্স ডিরেক্টর ও সিএফও আবুজর গিফারি, হুয়াওয়ে বাংলাদেশের ক্লাউড বিজনেসের ম্যানেজার মো. শাহজাহান আহমেদ সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তির আওতায়ূ, গোল্ডেন হার্ভেস্টের উইং গোল্ডেন হার্ভেস্ট ইনফো টেক হুয়াওয়ে বাংলাদেশের অন্যান্য ক্লাউড পার্টনারদের মতো বিভিন্ন ভার্টিক্যাল ক্লাউড সল্যুশন, সফটওয়্যার অ্যাজ অ্যা সার্ভিস (এসএএএস) এবং ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ অ্যা সার্ভিস (আইএএএস) প্রদান করবে। উল্লেখ্য, বিগত দুই বছর ধরে বাংলাদেশে পাবলিক ক্লাউড সল্যুশন সেবা প্রদান করছে হুয়াওয়ে এবং এ সেবাটি বাংলাদেশে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। রবি, ইফাদ অটোস, বিডিজবস.কম, রকমারি.কম, ডেইলি স্টার, ডিবিসি নিউজ ও একাত্তর টিভি, সিম্ফোনি সফটটেক লিমিটেড, নিউজিল্যান্ড ডেইরি, আজকেরডিল.কম, পারফে, ডেলিভারিটাইগার, ইউনিটেক্স, ফ্লোরা টেলিকম হুয়াওয়ের ক্লাউড সেবা গ্রহণ করছে। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ , ২ আষাড় ১৪২৮ ১৬ জিলকদ ১৪৪৩

হুয়াওয়ের ক্লাউড সেবা সরবরাহ করবে গোল্ডেন হার্ভেস্ট

image

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন ও তাদের পরিচালন ব্যয় (অপারেশন কস্ট) কমাতে একসঙ্গে কাজ করবে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড ও গোল্ডেন হার্ভেস্ট। এ নিয়ে সম্প্রতি হুয়াওয়ে বাংলাদেশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গোল্ডেন হার্ভেস্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর আবদুল হক ও হুয়াওয়ে বাংলাদেশের ডিরেক্টর অ্যালেক্স লি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোল্ডেন হার্ভেস্টের অপারেশন্স ডিরেক্টর ও সিএফও আবুজর গিফারি, হুয়াওয়ে বাংলাদেশের ক্লাউড বিজনেসের ম্যানেজার মো. শাহজাহান আহমেদ সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তির আওতায়ূ, গোল্ডেন হার্ভেস্টের উইং গোল্ডেন হার্ভেস্ট ইনফো টেক হুয়াওয়ে বাংলাদেশের অন্যান্য ক্লাউড পার্টনারদের মতো বিভিন্ন ভার্টিক্যাল ক্লাউড সল্যুশন, সফটওয়্যার অ্যাজ অ্যা সার্ভিস (এসএএএস) এবং ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ অ্যা সার্ভিস (আইএএএস) প্রদান করবে। উল্লেখ্য, বিগত দুই বছর ধরে বাংলাদেশে পাবলিক ক্লাউড সল্যুশন সেবা প্রদান করছে হুয়াওয়ে এবং এ সেবাটি বাংলাদেশে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। রবি, ইফাদ অটোস, বিডিজবস.কম, রকমারি.কম, ডেইলি স্টার, ডিবিসি নিউজ ও একাত্তর টিভি, সিম্ফোনি সফটটেক লিমিটেড, নিউজিল্যান্ড ডেইরি, আজকেরডিল.কম, পারফে, ডেলিভারিটাইগার, ইউনিটেক্স, ফ্লোরা টেলিকম হুয়াওয়ের ক্লাউড সেবা গ্রহণ করছে। সংবাদ বিজ্ঞপ্তি।