সিসিইউ থেকে কেবিনে নেয়া হলো খালেদাকে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল দুপুর ১টা ১০ মিনিটের দিকে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে (খালেদা) কেবিনে নেয়া হয়েছে।

এ তথ্য জানিয়ে খালেদা জিয়ার মিডিয়া উইংসের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘এভারকেয়ারের কার্ডিওলজি বিভাগের প্রধান শাহবুদ্দিন তালুকদারের নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা গত মঙ্গলবার বিকেলে ও গতকাল দুপুরে বৈঠক করে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।’ তিনি আরও বলেন, এখন কেবিনে ম্যাডাম (খালেদা) চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন। হঠাৎ অসুস্থ হওয়ায় খালেদাকে গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। গত শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে সফলভাবে রিং পরানো হয়েছে। ফখরুল বলেন, খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন করার পর তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়।

গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর এ নিয়ে খালেদা জিয়াকে ৫ দফা এভারকেয়ারে ভর্তি করা হলো।

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ , ২ আষাড় ১৪২৮ ১৬ জিলকদ ১৪৪৩

সিসিইউ থেকে কেবিনে নেয়া হলো খালেদাকে

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল দুপুর ১টা ১০ মিনিটের দিকে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে (খালেদা) কেবিনে নেয়া হয়েছে।

এ তথ্য জানিয়ে খালেদা জিয়ার মিডিয়া উইংসের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘এভারকেয়ারের কার্ডিওলজি বিভাগের প্রধান শাহবুদ্দিন তালুকদারের নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা গত মঙ্গলবার বিকেলে ও গতকাল দুপুরে বৈঠক করে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।’ তিনি আরও বলেন, এখন কেবিনে ম্যাডাম (খালেদা) চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন। হঠাৎ অসুস্থ হওয়ায় খালেদাকে গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। গত শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে সফলভাবে রিং পরানো হয়েছে। ফখরুল বলেন, খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন করার পর তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়।

গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর এ নিয়ে খালেদা জিয়াকে ৫ দফা এভারকেয়ারে ভর্তি করা হলো।