মানুষ আগেভাগেই জানতে পারবে তার হার্ট ফেলিউরের ঝুঁকি আছে কি না

প্রথমবারের মতো ‘এনটি প্রো-বিএনপি’ টেস্ট

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আরও একটি নতুন টেস্ট চালু করা হয়েছে। এ টেস্টের ফলে ডায়াবেটিস রোগীসহ সব মানুষ আগেভাগেই জানতে পারবে তার হার্ট ফেলিউরের ঝুঁকি রয়েছে কিনা।

নতুন এই টেস্টের নাম এনটি প্রো-বিএনপি। হৃদযন্ত্রের অস্বাভাবিক কার্যক্রম নির্ণয়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই টেস্টটি চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও এন্ড্রোক্রাইনোলজি বিভাগ যৌথভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। বিশেষজ্ঞরা জানান, রোগীরা সাশ্রয়ী মূল্যে এই টেস্টটি করতে পারবেন।

এন্ড্রোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম বলেন, বিএনপি টেস্ট হলো হার্ট ফেলিউরের প্রারম্ভিক শনাক্তকরণ পরীক্ষা। রোগীর শরীরে হার্ট ফেলিউরের লক্ষণ দেখা দেয়ার কমপক্ষে ৬ মাস আগে এই পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিউরের ঝুঁকি নির্ণয় করা যাবে।

দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেশি। ডায়াবেটিস ও হার্ট ফেলিউরের দিক থেকে বাংলাদেশের মানুষ তীব্র ঝুঁকিতে রয়েছে। তাই হার্ট ফেলিউরের ঝুঁকি শনাক্তকরণ এই পরীক্ষা অবশ্যই দেশের মানুষের জন্য অত্যন্ত কার্যকরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন্ড্রোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল হাসনাত।

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ জানান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে রোগ নিয়ে গবেষণামূলক কাজ ও পরীক্ষা ও রোগ শনাক্তকরণসহ সেবার মান আরও উন্নত করার জন্য বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন। এনটি প্রো-বিএনপি টেস্টের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। আরও নতুন নতুন পরীক্ষার করার উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ , ২ আষাড় ১৪২৮ ১৬ জিলকদ ১৪৪৩

মানুষ আগেভাগেই জানতে পারবে তার হার্ট ফেলিউরের ঝুঁকি আছে কি না

প্রথমবারের মতো ‘এনটি প্রো-বিএনপি’ টেস্ট

নিজস্ব বার্তা পরিবেশক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আরও একটি নতুন টেস্ট চালু করা হয়েছে। এ টেস্টের ফলে ডায়াবেটিস রোগীসহ সব মানুষ আগেভাগেই জানতে পারবে তার হার্ট ফেলিউরের ঝুঁকি রয়েছে কিনা।

নতুন এই টেস্টের নাম এনটি প্রো-বিএনপি। হৃদযন্ত্রের অস্বাভাবিক কার্যক্রম নির্ণয়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই টেস্টটি চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও এন্ড্রোক্রাইনোলজি বিভাগ যৌথভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। বিশেষজ্ঞরা জানান, রোগীরা সাশ্রয়ী মূল্যে এই টেস্টটি করতে পারবেন।

এন্ড্রোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম বলেন, বিএনপি টেস্ট হলো হার্ট ফেলিউরের প্রারম্ভিক শনাক্তকরণ পরীক্ষা। রোগীর শরীরে হার্ট ফেলিউরের লক্ষণ দেখা দেয়ার কমপক্ষে ৬ মাস আগে এই পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিউরের ঝুঁকি নির্ণয় করা যাবে।

দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেশি। ডায়াবেটিস ও হার্ট ফেলিউরের দিক থেকে বাংলাদেশের মানুষ তীব্র ঝুঁকিতে রয়েছে। তাই হার্ট ফেলিউরের ঝুঁকি শনাক্তকরণ এই পরীক্ষা অবশ্যই দেশের মানুষের জন্য অত্যন্ত কার্যকরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন্ড্রোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল হাসনাত।

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ জানান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে রোগ নিয়ে গবেষণামূলক কাজ ও পরীক্ষা ও রোগ শনাক্তকরণসহ সেবার মান আরও উন্নত করার জন্য বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন। এনটি প্রো-বিএনপি টেস্টের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। আরও নতুন নতুন পরীক্ষার করার উদ্যোগ নেয়া হয়েছে।