শেয়ারবাজারে উত্থান, লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা

আগের কার্যদিবসের মতো গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকালের চেয়ে গতকাল সূচক আরও বেশি বেড়েছে। সূচকের উত্থানের সঙ্গে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। সেই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১.২২ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৫.৭৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৬৫ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৬.০২ পয়েন্ট বা ১.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৩.২৫ পয়েন্টে এবং দুই হাজার ৩২৭.৯৪ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৪৬ কোটি ৬৩ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১০২ কোটি ৭৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৮টির বা ৫১.৯৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৩৫টির বা ৩৫.৪৩ শতাংশের এবং ৪৮টির বা ১২.৫৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২৫.৩২ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৯৮.২৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। গতকাল সিএসইতে ৮৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ৭১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৫ কোটি ৫৩ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। রেনেটা ১০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইপিডিসি ফিন্যান্স লিমিটেড ৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আলহাজ টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, বীচ হ্যাচারি, বীকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, দেশ গার্মেন্টস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইমাম বাটন, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, লিবরা ইনফিউশন, এম.এল ডাইং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল,আরডি ফুড, স্যালভো কেমিক্যাল, সিলকো ফার্মা, সিলভা ফার্মা ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৮টির বা ৫১.৯৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

শুক্রবার, ১৭ জুন ২০২২ , ৩ আষাড় ১৪২৮ ১৭ জিলকদ ১৪৪৩

শেয়ারবাজারে উত্থান, লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবসের মতো গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকালের চেয়ে গতকাল সূচক আরও বেশি বেড়েছে। সূচকের উত্থানের সঙ্গে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। সেই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১.২২ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৫.৭৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৬৫ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৬.০২ পয়েন্ট বা ১.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৩.২৫ পয়েন্টে এবং দুই হাজার ৩২৭.৯৪ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৪৬ কোটি ৬৩ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১০২ কোটি ৭৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৮টির বা ৫১.৯৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৩৫টির বা ৩৫.৪৩ শতাংশের এবং ৪৮টির বা ১২.৫৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২৫.৩২ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৯৮.২৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। গতকাল সিএসইতে ৮৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ৭১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৫ কোটি ৫৩ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। রেনেটা ১০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইপিডিসি ফিন্যান্স লিমিটেড ৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আলহাজ টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, বীচ হ্যাচারি, বীকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, দেশ গার্মেন্টস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইমাম বাটন, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, লিবরা ইনফিউশন, এম.এল ডাইং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল,আরডি ফুড, স্যালভো কেমিক্যাল, সিলকো ফার্মা, সিলভা ফার্মা ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৮টির বা ৫১.৯৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।