আজ শেষ হচ্ছে আন্তর্জাতিক টেক্সটাইল মেলা

সাউথ এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক টেক্সটাইল খাতের প্রদর্শনী ‘ইনটেক্স সাউথ এশিয়া’ নবমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়। অওয়ার্লডেক্স ইন্ডিয়া এক্সিবিশন অ্যান্ড প্রমোশন প্রাইভেট লিমিটেড আয়োজিত এই প্রদর্শনী আজ শেষ হবে। আজও প্রতিদিনের মতো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।

বাংলাদেশের টেক্সটাইল খাত বিশ্বে এক বিশ্বস্ত নাম। করোনার সংকটপূর্ণ সময়ে বাংলাদেশ বস্ত্র খাতের বৈশ্বিক চাহিদা পূরণ করেছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সাল থেকে বাংলাদেশ ক্রমবর্ধমান হারে আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে কাজ পাচ্ছে। প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, কোরিয়া, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ইতালি যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের প্রায় ১২০টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে।

শনিবার, ১৮ জুন ২০২২ , ৪ আষাড় ১৪২৮ ১৮ জিলকদ ১৪৪৩

আজ শেষ হচ্ছে আন্তর্জাতিক টেক্সটাইল মেলা

নিজস্ব বার্তা পরিবেশক

image

সাউথ এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক টেক্সটাইল খাতের প্রদর্শনী ‘ইনটেক্স সাউথ এশিয়া’ নবমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়। অওয়ার্লডেক্স ইন্ডিয়া এক্সিবিশন অ্যান্ড প্রমোশন প্রাইভেট লিমিটেড আয়োজিত এই প্রদর্শনী আজ শেষ হবে। আজও প্রতিদিনের মতো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।

বাংলাদেশের টেক্সটাইল খাত বিশ্বে এক বিশ্বস্ত নাম। করোনার সংকটপূর্ণ সময়ে বাংলাদেশ বস্ত্র খাতের বৈশ্বিক চাহিদা পূরণ করেছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সাল থেকে বাংলাদেশ ক্রমবর্ধমান হারে আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে কাজ পাচ্ছে। প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, কোরিয়া, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ইতালি যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের প্রায় ১২০টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে।