আগামী ২২ জুন থেকে ফ্যামিলি কার্ডে মিলতে পারে টিসিবির পণ্য

রাজধানীসহ সারাদেশে আগামী ২২ জুন থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির প্রস্তুতি নিচ্ছে সরকারি বিপণন সংস্থা (টিসিবি)। এ দফায় সারাদেশে এক কোটি পরিবারকে পণ্য দেয়া হবে। তবে সেটি শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এর ফলে ট্রাক সেল বন্ধ হয়ে যাবে।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, আমরা ২২ জুন থেকে বিক্রির প্রস্তুতি নিচ্ছি। তবে সেটা চূড়ান্ত নয়। এটা সম্ভব্য তারিখ। কয়েকদিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে মিটিং করে চূড়ান্ত তারিখ জানানো হবে।

জানা গেছে, আগের মতো সয়াবিন তেল, ডাল ও চিনি বিক্রি করতে চায় সংস্থাটি। এজন্য আগের নির্ধারিত মূল্যই এখন পর্যন্ত ঠিক রাখা হয়েছে। ওই মিটিংয়ে তেলের দাম বাড়তেও পারে।

শনিবার, ১৮ জুন ২০২২ , ৪ আষাড় ১৪২৮ ১৮ জিলকদ ১৪৪৩

আগামী ২২ জুন থেকে ফ্যামিলি কার্ডে মিলতে পারে টিসিবির পণ্য

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীসহ সারাদেশে আগামী ২২ জুন থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির প্রস্তুতি নিচ্ছে সরকারি বিপণন সংস্থা (টিসিবি)। এ দফায় সারাদেশে এক কোটি পরিবারকে পণ্য দেয়া হবে। তবে সেটি শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এর ফলে ট্রাক সেল বন্ধ হয়ে যাবে।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, আমরা ২২ জুন থেকে বিক্রির প্রস্তুতি নিচ্ছি। তবে সেটা চূড়ান্ত নয়। এটা সম্ভব্য তারিখ। কয়েকদিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে মিটিং করে চূড়ান্ত তারিখ জানানো হবে।

জানা গেছে, আগের মতো সয়াবিন তেল, ডাল ও চিনি বিক্রি করতে চায় সংস্থাটি। এজন্য আগের নির্ধারিত মূল্যই এখন পর্যন্ত ঠিক রাখা হয়েছে। ওই মিটিংয়ে তেলের দাম বাড়তেও পারে।