জাজিরায় ভোট পরবর্তী সংঘর্ষ পুলিশের গুলিতে শিশুসহ আহত ৩

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনার পর ঐ ইউনিয়নের ৮নং কেন্দ্রের বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর আলম ও পরাজিত প্রার্থী মতিউর রহমান সিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়োজিত পুলিশ শটগান দিয়ে ১২ রাউন্ড গুলি করেন। এতে ইমরান হোসেন, রুবিনা আক্তার ও তার দুই বছর বয়সের কন্যা লামিছা গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় চিকিৎসা করার পরামর্শ দেন। পরে তাদের সকলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

পুলিশ ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শরীয়তপুরের জাজিরায় গত বুধবার (১৫ জুন) ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সকল ইউনিয়নে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে(ইভিএমে) ভোট গ্রহণ করা হয়। বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে বিলাসপুর ইউনিয়নের ৮নং কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শেখ দেলোয়ার হোসেন সদস্য প্রার্থীদের ফলাফল বুঝিয়ে দেন। এসময় বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থকরা আনন্দ মিছিল করতে থাকলে পরাজিত প্রার্থী মতিউর রহমান সিকদারের সমর্থকরা তাদের ওপর হামলা করেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হামলাকারীরা ভোট কেন্দ্র ভাংচুরসহ নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিতদের অবরুদ্ধ করে রাখেন। এসময় কয়েকটি ককটেল বোমার বিস্ফোরন ঘটানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা শটগানের গুলি ছুঁড়েন। পরে র?্যাব ও বিজিবি নিয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করেন।

শনিবার, ১৮ জুন ২০২২ , ৪ আষাড় ১৪২৮ ১৮ জিলকদ ১৪৪৩

জাজিরায় ভোট পরবর্তী সংঘর্ষ পুলিশের গুলিতে শিশুসহ আহত ৩

প্রতিনিধি, জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনার পর ঐ ইউনিয়নের ৮নং কেন্দ্রের বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর আলম ও পরাজিত প্রার্থী মতিউর রহমান সিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়োজিত পুলিশ শটগান দিয়ে ১২ রাউন্ড গুলি করেন। এতে ইমরান হোসেন, রুবিনা আক্তার ও তার দুই বছর বয়সের কন্যা লামিছা গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় চিকিৎসা করার পরামর্শ দেন। পরে তাদের সকলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

পুলিশ ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শরীয়তপুরের জাজিরায় গত বুধবার (১৫ জুন) ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সকল ইউনিয়নে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে(ইভিএমে) ভোট গ্রহণ করা হয়। বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে বিলাসপুর ইউনিয়নের ৮নং কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শেখ দেলোয়ার হোসেন সদস্য প্রার্থীদের ফলাফল বুঝিয়ে দেন। এসময় বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থকরা আনন্দ মিছিল করতে থাকলে পরাজিত প্রার্থী মতিউর রহমান সিকদারের সমর্থকরা তাদের ওপর হামলা করেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হামলাকারীরা ভোট কেন্দ্র ভাংচুরসহ নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিতদের অবরুদ্ধ করে রাখেন। এসময় কয়েকটি ককটেল বোমার বিস্ফোরন ঘটানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা শটগানের গুলি ছুঁড়েন। পরে র?্যাব ও বিজিবি নিয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করেন।