সারাদেশের ছয়টি নৌ-রুটে ফেরি সার্ভিসে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধি

কাল থেকে কার্যকর

সারাদেশের ছয়টি নৌ-রুটে ফেরি সার্ভিসে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধি করেছে নৌ-মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ফেরিতে শুধু যাত্রী পার হলে তার ভাড়া হবে ৩০ টাকা। এছাড়া বাড়ানো হয়েছে স্টিমারের ভাড়াও। গত বৃহস্পতিবার ভাড়ার নতুন তালিকা প্রকাশ করে সংস্থাটি। যা রোববার থেকে কার্যকর করা হবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পদ্মা সেতুর উদ্বোধনের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চাহিদা কমে যাবে। তাই ফেরি সার্ভিসের ব্যয় সমন্বয়ের জন্য এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্র জানায়।

এ বিষয়ে সংস্থাটির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী সংবাদকে বলেন, ‘রোববার থেকে আমাদের সব ফেরি সার্ভিসে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এছাড়া পদ্মা সেতুর চালু হলে আমাদের দুটি গুরুত্বপূর্ণ রুটের ফেরি চলাচল কমে যাবে। তাই সব ব্যয় সমন্বয় করা কারার জন্য ফেরি ভাড়া কিছু বৃদ্ধি করা হয়েছে।’

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বর্তমানে ৬টি রুটে ফেরি সার্ভিস সচল আছে। এর মধ্যে শিমুলিয়া-কাঁঠালবাড়ী ও মঙ্গলমাঝির ১৩ কিলোমিটার দীর্ঘ নৌ-রুটে ৮টি ফেরি চলাচল করে। এছাড়া আরিচা-কাজীরহাট ১৯ কিলোমিটার দীর্ঘ নৌ-রুটে ২-৩টি ফেরি, পাটুরিয়া-দৌলতদিয়া ৩ কিলোমিটার দীর্ঘ নৌ-রুটে ১৯টি ফেরি, চাঁদপুর-শরীয়তপুর ১০ কিলোমিটার দীর্ঘ নৌ-রুটে ২-৩টি ফেরি, ভোলা-লক্ষ্মীপুর ২৮ কিলোমিটার দীর্ঘ নৌ-রুটে ৩-৪টি ফেরি ও ভেদুরিয়া-পাতারহাট ১০ কিলোমিটার দীর্ঘ নৌ-রুটে ২-৩টি ফেরি চলাচল করে। এছাড়া ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ ও উপকূলীয় রুটে যাত্রীবাহী নৌযান পরিচালনা করে আসছে।

নতুন ভাড়া কার্যকরের পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে এক থেকে তিন টন পণ্যবাহী ছোট ট্রাক বা কাভার্ডভ্যানের ভাড়া ৭৪০ থেকে বেড়ে ৯০০ টাকা হবে। ৩-৫ টনের ট্রাক ৮৮০ টাকা থেকে বেড়ে ১০৫০ টাকা; ৫-৮ টন পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানের ভাড়া ১০৬০ থেকে বেড়ে ১৩০০ টাকা এবং ৮-১১ টনের বড় ট্রাক ও লরির ভাড়া ১৪৬০ থেকে বেড়ে ১৭৫০ টাকা দাঁড়াবে।

এ রুটের মিনিবাস বা কোস্টার পারাপারে ৯০০ টাকা থেকে বেড়ে ১০৫০ টাকা, মাঝারি আকারের বাস ১৫৮০ টাকা থেকে ১৭৫০ টাকা এবং বড় বাসে ১৮২০ টাকার স্থলে ২১০০ টাকা ভাড়া গুনতে হবে। এছাড়া মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ভাড়া ৮০০ টাকার স্থলে এক হাজার টাকা, পাজেরো গাড়ি ৭৩০ টাকার স্থলে ৯০০ টাকা, কার ও জিপ ৪৫০ টাকার স্থলে ৫৪০ টাকা, মোটরসাইকেল ৭০ টাকার স্থলে ১০০ টাকা করা হয়েছে।

অন্যদিকে শিমুলিয়া-বাংলাবাজার বা মাঝিরকান্দি রুটে এক থেকে তিন টন পণ্যবাহী ছোট ট্রাক বা কাভার্ডভ্যানের ভাড়া ৯৮০ থেকে বাড়িয়ে ১২০০ টাকা, ৩-৫ টনের ট্রাক ১০৮০ থেকে বেড়ে ১৩০০ টাকা; ৫-৮ টন পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ডভ্যানের ভাড়া ১৪০০ টাকা থেকে বেড়ে এক হাজার ৭০০ টাকা এবং ৮-১১ টনের বড় ট্রাক ও লরির ভাড়া ১৮৫০ থেকে বেড়ে ২২২০ টাকা দাঁড়াচ্ছে।

এ রুটের মিনিবাস বা কোস্টার এক হাজার ২০০ থেকে বেড়ে ১৪০০ টাকা, মাঝারি মাপের বাস এক হাজার ৭৮০ টাকার স্থলে ২০০০ টাকা এবং বড় বাসে এক হাজার ৯৪০ টাকার স্থলে ২ হাজার ২৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ভাড়া ৮৬০ টাকার স্থলে এক হাজার ৫০ টাকা, পাজেরো গাড়ি ৮০০ টাকার স্থলে এক হাজার টাকা, কার ও জিপ ৫০০ টাকার স্থলে ৬০০ টাকা এবং মোটরসাইকেল ৭০ টাকার স্থলে ১০০ টাকা করা হয়েছে। একইভাবে অন্য চারটি রুটের ফেরিতে গাড়ি পারাপারের ভাড়া বাড়ানো হচ্ছে। ফেরিতে শুধু যাত্রী পার হলে তার ভাড়া হবে ৩০ টাকা।

রোববার থেকে বিআইডব্লিউটিসির লঞ্চ ও স্টিমারের ভাড়াও বাড়ছে। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে বেসরকারি লঞ্চভাড়া প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত এক টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা এবং ১০০ কিলোমিটারের পর প্রতি কিলোমিটার এক টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়। সর্বনি¤œ ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়। এই ভাড়ার হার এখন বিআইডব্লিউটিসির নৌযানেও প্রযোজ্য হবে।

জানা গেছে, গত ৪ নভেম্বর জ্বালানি তেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর থেকেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছে বিআইডব্লিউটিসি। তেলের দাম বাড়ার কারণে ফেরির জ্বালানি খরচ বেড়ে গেছে। এছাড়া রক্ষণাবেক্ষণ ব্যয়ও অনেক বেড়েছে। এসব কারণে ব্যয় বৃদ্ধির সমন্বয় করতে ফেরির নতুন ভাড়া কার্যকর করা হচ্ছে। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। এতে ফেরিতে গাড়ি পারাপার অনেক কমে যাবে। এমন অবস্থায় ফেরিভাড়া বাড়িয়ে আয়ের প্রবাহ কিছুটা সামাল দেয়ার চেষ্টা করা হচ্ছে। শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরিতে গাড়ি পারাপারে ভাড়া সংস্থার আয়ের প্রধান উৎস। বিআইডব্লিউটিসির নৌযানের ভাড়া বাড়ানোর প্রস্তাব গত ১৯ এপ্রিল অনুমোদন দেয় নৌপরিবহন মন্ত্রণালয়।

শনিবার, ১৮ জুন ২০২২ , ৪ আষাড় ১৪২৮ ১৮ জিলকদ ১৪৪৩

সারাদেশের ছয়টি নৌ-রুটে ফেরি সার্ভিসে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধি

কাল থেকে কার্যকর

ইবরাহীম মাহমুদ আকাশ

সারাদেশের ছয়টি নৌ-রুটে ফেরি সার্ভিসে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধি করেছে নৌ-মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ফেরিতে শুধু যাত্রী পার হলে তার ভাড়া হবে ৩০ টাকা। এছাড়া বাড়ানো হয়েছে স্টিমারের ভাড়াও। গত বৃহস্পতিবার ভাড়ার নতুন তালিকা প্রকাশ করে সংস্থাটি। যা রোববার থেকে কার্যকর করা হবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পদ্মা সেতুর উদ্বোধনের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চাহিদা কমে যাবে। তাই ফেরি সার্ভিসের ব্যয় সমন্বয়ের জন্য এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্র জানায়।

এ বিষয়ে সংস্থাটির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী সংবাদকে বলেন, ‘রোববার থেকে আমাদের সব ফেরি সার্ভিসে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এছাড়া পদ্মা সেতুর চালু হলে আমাদের দুটি গুরুত্বপূর্ণ রুটের ফেরি চলাচল কমে যাবে। তাই সব ব্যয় সমন্বয় করা কারার জন্য ফেরি ভাড়া কিছু বৃদ্ধি করা হয়েছে।’

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বর্তমানে ৬টি রুটে ফেরি সার্ভিস সচল আছে। এর মধ্যে শিমুলিয়া-কাঁঠালবাড়ী ও মঙ্গলমাঝির ১৩ কিলোমিটার দীর্ঘ নৌ-রুটে ৮টি ফেরি চলাচল করে। এছাড়া আরিচা-কাজীরহাট ১৯ কিলোমিটার দীর্ঘ নৌ-রুটে ২-৩টি ফেরি, পাটুরিয়া-দৌলতদিয়া ৩ কিলোমিটার দীর্ঘ নৌ-রুটে ১৯টি ফেরি, চাঁদপুর-শরীয়তপুর ১০ কিলোমিটার দীর্ঘ নৌ-রুটে ২-৩টি ফেরি, ভোলা-লক্ষ্মীপুর ২৮ কিলোমিটার দীর্ঘ নৌ-রুটে ৩-৪টি ফেরি ও ভেদুরিয়া-পাতারহাট ১০ কিলোমিটার দীর্ঘ নৌ-রুটে ২-৩টি ফেরি চলাচল করে। এছাড়া ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ ও উপকূলীয় রুটে যাত্রীবাহী নৌযান পরিচালনা করে আসছে।

নতুন ভাড়া কার্যকরের পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে এক থেকে তিন টন পণ্যবাহী ছোট ট্রাক বা কাভার্ডভ্যানের ভাড়া ৭৪০ থেকে বেড়ে ৯০০ টাকা হবে। ৩-৫ টনের ট্রাক ৮৮০ টাকা থেকে বেড়ে ১০৫০ টাকা; ৫-৮ টন পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানের ভাড়া ১০৬০ থেকে বেড়ে ১৩০০ টাকা এবং ৮-১১ টনের বড় ট্রাক ও লরির ভাড়া ১৪৬০ থেকে বেড়ে ১৭৫০ টাকা দাঁড়াবে।

এ রুটের মিনিবাস বা কোস্টার পারাপারে ৯০০ টাকা থেকে বেড়ে ১০৫০ টাকা, মাঝারি আকারের বাস ১৫৮০ টাকা থেকে ১৭৫০ টাকা এবং বড় বাসে ১৮২০ টাকার স্থলে ২১০০ টাকা ভাড়া গুনতে হবে। এছাড়া মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ভাড়া ৮০০ টাকার স্থলে এক হাজার টাকা, পাজেরো গাড়ি ৭৩০ টাকার স্থলে ৯০০ টাকা, কার ও জিপ ৪৫০ টাকার স্থলে ৫৪০ টাকা, মোটরসাইকেল ৭০ টাকার স্থলে ১০০ টাকা করা হয়েছে।

অন্যদিকে শিমুলিয়া-বাংলাবাজার বা মাঝিরকান্দি রুটে এক থেকে তিন টন পণ্যবাহী ছোট ট্রাক বা কাভার্ডভ্যানের ভাড়া ৯৮০ থেকে বাড়িয়ে ১২০০ টাকা, ৩-৫ টনের ট্রাক ১০৮০ থেকে বেড়ে ১৩০০ টাকা; ৫-৮ টন পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ডভ্যানের ভাড়া ১৪০০ টাকা থেকে বেড়ে এক হাজার ৭০০ টাকা এবং ৮-১১ টনের বড় ট্রাক ও লরির ভাড়া ১৮৫০ থেকে বেড়ে ২২২০ টাকা দাঁড়াচ্ছে।

এ রুটের মিনিবাস বা কোস্টার এক হাজার ২০০ থেকে বেড়ে ১৪০০ টাকা, মাঝারি মাপের বাস এক হাজার ৭৮০ টাকার স্থলে ২০০০ টাকা এবং বড় বাসে এক হাজার ৯৪০ টাকার স্থলে ২ হাজার ২৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ভাড়া ৮৬০ টাকার স্থলে এক হাজার ৫০ টাকা, পাজেরো গাড়ি ৮০০ টাকার স্থলে এক হাজার টাকা, কার ও জিপ ৫০০ টাকার স্থলে ৬০০ টাকা এবং মোটরসাইকেল ৭০ টাকার স্থলে ১০০ টাকা করা হয়েছে। একইভাবে অন্য চারটি রুটের ফেরিতে গাড়ি পারাপারের ভাড়া বাড়ানো হচ্ছে। ফেরিতে শুধু যাত্রী পার হলে তার ভাড়া হবে ৩০ টাকা।

রোববার থেকে বিআইডব্লিউটিসির লঞ্চ ও স্টিমারের ভাড়াও বাড়ছে। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে বেসরকারি লঞ্চভাড়া প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত এক টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা এবং ১০০ কিলোমিটারের পর প্রতি কিলোমিটার এক টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়। সর্বনি¤œ ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়। এই ভাড়ার হার এখন বিআইডব্লিউটিসির নৌযানেও প্রযোজ্য হবে।

জানা গেছে, গত ৪ নভেম্বর জ্বালানি তেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর থেকেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছে বিআইডব্লিউটিসি। তেলের দাম বাড়ার কারণে ফেরির জ্বালানি খরচ বেড়ে গেছে। এছাড়া রক্ষণাবেক্ষণ ব্যয়ও অনেক বেড়েছে। এসব কারণে ব্যয় বৃদ্ধির সমন্বয় করতে ফেরির নতুন ভাড়া কার্যকর করা হচ্ছে। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। এতে ফেরিতে গাড়ি পারাপার অনেক কমে যাবে। এমন অবস্থায় ফেরিভাড়া বাড়িয়ে আয়ের প্রবাহ কিছুটা সামাল দেয়ার চেষ্টা করা হচ্ছে। শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরিতে গাড়ি পারাপারে ভাড়া সংস্থার আয়ের প্রধান উৎস। বিআইডব্লিউটিসির নৌযানের ভাড়া বাড়ানোর প্রস্তাব গত ১৯ এপ্রিল অনুমোদন দেয় নৌপরিবহন মন্ত্রণালয়।