বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওতে আসছে থাই ফয়েলস

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসতে চায় থাই ফয়েলস অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আল-মোস্তফা গ্রুপের সহযোগি কোম্পানি থাই ফয়েলস।

আইপিওতে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড (জিডিসিএল)। সম্প্রতি দুই প্রতিষ্ঠান এ লক্ষ্যে একটি চুক্তি করেছে। সম্প্রতি গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং আল-মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেন।

কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা টাকা শিল্পক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য উৎপাদনের লক্ষ্যে ব্যবসায় সম্প্রসারণ কার্যক্রমে ব্যবহার করবে। টেক্সটাইল, ঔষধ, তেল ও গ্যাস, অ্যালুমিনিয়াম, পাল্প ও পেপার, চামড়াশিল্প, ক্যাবল এবং গৃহস্থালি ভোগ্যপণ্যসহ বাংলাদেশের বাজারে বিভিন্ন উৎপাদন শিল্পে এই সব রাসায়নিক দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে।

অনুষ্ঠানে আল-মোস্তফা গ্রুপের পরিচালক মো. জাফর ইকবাল, মো. বাবু হোসেন এবং গ্রীন ডেল্টা ক্যাপিটালের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ সোহরাব হোসেনসহ জিডিসিএল এবং আল-মোস্তফা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রবিবার, ১৯ জুন ২০২২ , ৫ আষাড় ১৪২৮ ১৯ জিলকদ ১৪৪৩

বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওতে আসছে থাই ফয়েলস

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসতে চায় থাই ফয়েলস অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আল-মোস্তফা গ্রুপের সহযোগি কোম্পানি থাই ফয়েলস।

আইপিওতে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড (জিডিসিএল)। সম্প্রতি দুই প্রতিষ্ঠান এ লক্ষ্যে একটি চুক্তি করেছে। সম্প্রতি গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং আল-মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেন।

কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা টাকা শিল্পক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য উৎপাদনের লক্ষ্যে ব্যবসায় সম্প্রসারণ কার্যক্রমে ব্যবহার করবে। টেক্সটাইল, ঔষধ, তেল ও গ্যাস, অ্যালুমিনিয়াম, পাল্প ও পেপার, চামড়াশিল্প, ক্যাবল এবং গৃহস্থালি ভোগ্যপণ্যসহ বাংলাদেশের বাজারে বিভিন্ন উৎপাদন শিল্পে এই সব রাসায়নিক দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে।

অনুষ্ঠানে আল-মোস্তফা গ্রুপের পরিচালক মো. জাফর ইকবাল, মো. বাবু হোসেন এবং গ্রীন ডেল্টা ক্যাপিটালের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ সোহরাব হোসেনসহ জিডিসিএল এবং আল-মোস্তফা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।