বগুড়ায় লিফলেট বিতরণকালে আটক জামায়াত নেতা

বগুড়ার শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও: শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। আটককালে তার কাছ থেকে কিছু দলীয় লিফলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি বাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. শহিদুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যার আগে কয়েকজন নেতাকর্মীকে সাথে নিয়ে দুবলাগাড়ি বাজারে দলীয় লিফলেট বিতরণ করছিলেন। এই সংবাদ পেয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছলে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় মাও. শহিদুল ইসলামকে পুলিশ আটক করে থানায় নিয়ে যান। জামায়াতের দলীয় সূত্র জানায়, সাংগঠনিক মাস হিসেবে সদস্য সংগ্রহ অভিযান চলমান রয়েছে। দুবলাগাড়ি বাজারে তিনি সদস্য সংগ্রহ অভিযানের লিফলেট বিতরণ করতে গেলে পুলিশ তাকে আটক করে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, জামায়াত নেতা শহিদুল ইসলামকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার, ১৯ জুন ২০২২ , ৫ আষাড় ১৪২৮ ১৯ জিলকদ ১৪৪৩

বগুড়ায় লিফলেট বিতরণকালে আটক জামায়াত নেতা

প্রতিনিধি, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও: শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। আটককালে তার কাছ থেকে কিছু দলীয় লিফলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি বাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. শহিদুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যার আগে কয়েকজন নেতাকর্মীকে সাথে নিয়ে দুবলাগাড়ি বাজারে দলীয় লিফলেট বিতরণ করছিলেন। এই সংবাদ পেয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছলে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় মাও. শহিদুল ইসলামকে পুলিশ আটক করে থানায় নিয়ে যান। জামায়াতের দলীয় সূত্র জানায়, সাংগঠনিক মাস হিসেবে সদস্য সংগ্রহ অভিযান চলমান রয়েছে। দুবলাগাড়ি বাজারে তিনি সদস্য সংগ্রহ অভিযানের লিফলেট বিতরণ করতে গেলে পুলিশ তাকে আটক করে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, জামায়াত নেতা শহিদুল ইসলামকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।