শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলার নির্দেশ

পানির নিচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতার মৃত্যু

বন্যাদুর্গত এলাকাগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল সংস্থার মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ‘বন্যাকবলিত এলাকার দুর্গত জনগণের নিরাপদ আশ্রয় প্রদানের নিমিত্তে নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

১৭ জুন মাউশি থেকে এ নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়। আদেশটি মাউশির সব (৯টি) আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কুল-কলেজের প্রধানদের পাঠানো হয়েছে।

ভারতের মেঘালয় ও আসামে গত কয়েকদিন ধরে রেকর্ড বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে সিলেটসহ আশপাশের অঞ্চল বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বন্যায় সিলেটের প্রায় ৯০ ভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। সিলেট ও সুনামগঞ্জের ৩৫ লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে গতকাল সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বলা হয়েছে।

বন্যায় সিলেট ও সুনামগঞ্জে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। বেশিরভাগ এলাকা সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাখো মানুষ পানিবন্দী অবস্থায় আটকে রয়েছে। শহর ও গ্রামের প্রায় সব সড়ক পানির নিচে ডুব গেছে।

সিলেটে পানির নিচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতার মৃত্যু

প্রতিনিধি, সিলেট

সিলেটে নিজ বাসার সামনে পানির নিচে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা গেছেন যুবলীগ নেতা টিটু চৌধুরী।

গতকাল দুপুরে নগরের শাপলাবাগে এ ঘটনা ঘটে।

টিটুর পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, শাপলাবাগে টিটুর বাসা পানিতে তলিয়ে গেছে।

গতকাল দুপুর ১২ টার দিকে তিনি বাসার সামনের সড়কে আসেন। এ সময় পানিতে ছিঁড়ে পরা একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হন টিটু।

মুক্তি জানান, সঙ্গে সঙ্গে ওসমানী হাসপাতালে নিয়ে আসলে বেলা সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন বলেন, অনেক জায়গায়ই বিদ্যুতের তার ছিঁড়ে পরেছে। খবর পাওয়ামাত্র আমরা তা মেরামত করছি। কিন্তু পানির কারণে অনেক জায়গায় তার ছেঁড়ার বিষয়টি বুঝা যাচ্ছে না। এ অবস্থায় সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে।

রবিবার, ১৯ জুন ২০২২ , ৫ আষাড় ১৪২৮ ১৯ জিলকদ ১৪৪৩

শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলার নির্দেশ

পানির নিচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতার মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক

বন্যাদুর্গত এলাকাগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল সংস্থার মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ‘বন্যাকবলিত এলাকার দুর্গত জনগণের নিরাপদ আশ্রয় প্রদানের নিমিত্তে নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

১৭ জুন মাউশি থেকে এ নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়। আদেশটি মাউশির সব (৯টি) আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কুল-কলেজের প্রধানদের পাঠানো হয়েছে।

ভারতের মেঘালয় ও আসামে গত কয়েকদিন ধরে রেকর্ড বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে সিলেটসহ আশপাশের অঞ্চল বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বন্যায় সিলেটের প্রায় ৯০ ভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। সিলেট ও সুনামগঞ্জের ৩৫ লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে গতকাল সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বলা হয়েছে।

বন্যায় সিলেট ও সুনামগঞ্জে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। বেশিরভাগ এলাকা সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাখো মানুষ পানিবন্দী অবস্থায় আটকে রয়েছে। শহর ও গ্রামের প্রায় সব সড়ক পানির নিচে ডুব গেছে।

সিলেটে পানির নিচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতার মৃত্যু

প্রতিনিধি, সিলেট

সিলেটে নিজ বাসার সামনে পানির নিচে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা গেছেন যুবলীগ নেতা টিটু চৌধুরী।

গতকাল দুপুরে নগরের শাপলাবাগে এ ঘটনা ঘটে।

টিটুর পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, শাপলাবাগে টিটুর বাসা পানিতে তলিয়ে গেছে।

গতকাল দুপুর ১২ টার দিকে তিনি বাসার সামনের সড়কে আসেন। এ সময় পানিতে ছিঁড়ে পরা একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হন টিটু।

মুক্তি জানান, সঙ্গে সঙ্গে ওসমানী হাসপাতালে নিয়ে আসলে বেলা সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন বলেন, অনেক জায়গায়ই বিদ্যুতের তার ছিঁড়ে পরেছে। খবর পাওয়ামাত্র আমরা তা মেরামত করছি। কিন্তু পানির কারণে অনেক জায়গায় তার ছেঁড়ার বিষয়টি বুঝা যাচ্ছে না। এ অবস্থায় সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে।