চট্টগ্রামে এসএসসি পাস চোখের সার্জন!

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে সঞ্জয় কুমার নাথ নামে এক ভুয়া চক্ষু ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। বদ্দারহাট মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামের তার ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে প্রতিষ্ঠান খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন সঞ্জয় কুমার নাথ। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটকের পর সঞ্জয় কুমার নাথ ‘ভুয়া ডাক্তার’ বলে স্বীকার করেছেন। তার চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরনের ভুয়া ডাক্তারি সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এমবিবিএস, সার্জিক্যাল ডাক্তার সেজে নিরীহ রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা দিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ আসছিলেন। তিনি স্থান পরিবর্তন করে ১৬ বছর ধরে রোগীদের সঙ্গে এমন প্রতারণা করেছেন। তিনি সমাজে পেশাদার ডাক্তার মর্যাদা ক্ষুণœ করেছেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত সঞ্জয় কুমার নাথ মূলত এসএসসি পাস। তিনি নিজেকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ও সার্জন হিসেবে পরিচয় দিতেন। এছাড়া তিনি এমবিবিএস, এমডি (অফ), এমইপিএফ (আমেরিকা) ডিগ্রিধারী বলে পরিচয় দেন। এভাবে ১৬ বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রতারণার করে আসছিলেন তিনি। অবশেষে র‌্যাব-৭ তাকে নগরীর চান্দগাঁও থানার বদ্দারহাট মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামের তার ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে।

আরও খবর
পদ্মা সেতু বহুমাত্রিক অর্থনৈতিক সম্ভাবনার নবদ্বার উন্মোচন করবে : স্পিকার
করোনা : শনাক্ত ৩০৪, ঢাকায় ২৮০
বাড়ি ফিরলেন দগ্ধ ৬ জন
আখাউড়ায় হাওড়া নদীর বাঁধ ভাঙনে ১৫ গ্রাম প্লাবিত, স্থলবন্দরের কার্যক্রম বন্ধের শঙ্কা
বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা ভালো আইনমন্ত্রী
নদী শাসন বাঁধ ঘিরে নদী ভাঙনকবলিত হাজার হাজার পরিবারের মুক্তির স্বপ্ন
নওগাঁর বদলগাছিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
হুন্ডিতে ১৫ লাখ টাকা পাঠানোর নির্দেশ দেয় সোহেল
নিজেরা দুর্ঘটনা ঘটিয়ে বিএনপির ওপরে দোষ চাপান সরকারকে ফখরুল
র‌্যাংকিংয়ে আমরা দিন দিন পিছিয়ে পড়ছি সাবেক সিইসি হুদা
নিষেধাজ্ঞা বাংলাদেশে, মাছ ধরে নিয়ে যায় ভারতীয়রা

রবিবার, ১৯ জুন ২০২২ , ৫ আষাড় ১৪২৮ ১৯ জিলকদ ১৪৪৩

১৬ বছর ধরে বিভিন্ন জায়গায় প্রতারণা

চট্টগ্রামে এসএসসি পাস চোখের সার্জন!

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে সঞ্জয় কুমার নাথ নামে এক ভুয়া চক্ষু ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। বদ্দারহাট মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামের তার ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে প্রতিষ্ঠান খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন সঞ্জয় কুমার নাথ। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটকের পর সঞ্জয় কুমার নাথ ‘ভুয়া ডাক্তার’ বলে স্বীকার করেছেন। তার চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরনের ভুয়া ডাক্তারি সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এমবিবিএস, সার্জিক্যাল ডাক্তার সেজে নিরীহ রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা দিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ আসছিলেন। তিনি স্থান পরিবর্তন করে ১৬ বছর ধরে রোগীদের সঙ্গে এমন প্রতারণা করেছেন। তিনি সমাজে পেশাদার ডাক্তার মর্যাদা ক্ষুণœ করেছেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত সঞ্জয় কুমার নাথ মূলত এসএসসি পাস। তিনি নিজেকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ও সার্জন হিসেবে পরিচয় দিতেন। এছাড়া তিনি এমবিবিএস, এমডি (অফ), এমইপিএফ (আমেরিকা) ডিগ্রিধারী বলে পরিচয় দেন। এভাবে ১৬ বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রতারণার করে আসছিলেন তিনি। অবশেষে র‌্যাব-৭ তাকে নগরীর চান্দগাঁও থানার বদ্দারহাট মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামের তার ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে।