সিলেট, সুনামগঞ্জসহ বন্যাকবলিত এলাকার সব ব্যাংকের শাখা বন্ধ

সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামসহ বন্যাকবলিত এলাকায় সব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে, তবে ওইসব জেলার নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক গতকাল এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে গত শনিবার থেকে সিলেট ও সুনামগঞ্জে ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে। এরই মধ্যে এসব এলাকার বেশিরভাগ শাখা, এটিএম বুথ বন্ধ হয়ে গেছে।

সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ অন্য কয়েকটি জেলায় নদনদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ব্যাংকের যেসব শাখা বা উপশাখায় বন্যাজনিত কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সেসব বন্ধ রেখে গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে।

এতে বলা হয়, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর অনতিবিলম্বে গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা থেকে ব্যাংকিং সেবা দেয়ার ব্যবস্থা নিতে হবে।

সোমবার, ২০ জুন ২০২২ , ৬ আষাড় ১৪২৮ ২০ জিলকদ ১৪৪৩

সিলেট, সুনামগঞ্জসহ বন্যাকবলিত এলাকার সব ব্যাংকের শাখা বন্ধ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামসহ বন্যাকবলিত এলাকায় সব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে, তবে ওইসব জেলার নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক গতকাল এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে গত শনিবার থেকে সিলেট ও সুনামগঞ্জে ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে। এরই মধ্যে এসব এলাকার বেশিরভাগ শাখা, এটিএম বুথ বন্ধ হয়ে গেছে।

সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ অন্য কয়েকটি জেলায় নদনদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ব্যাংকের যেসব শাখা বা উপশাখায় বন্যাজনিত কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সেসব বন্ধ রেখে গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে।

এতে বলা হয়, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর অনতিবিলম্বে গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা থেকে ব্যাংকিং সেবা দেয়ার ব্যবস্থা নিতে হবে।