পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে ভালুকার দক্ষিণ চানপুর গ্রামে কৃষক আঃ জলিলের প্রায় ৩ শত কলা গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে।
কৃষক আঃ জলিল জানান, প্রতিদিনের মতো গত শুক্রবার সকালে তার কলা ক্ষেতে গিয়ে দেখেন ২১ শতক জমির প্রায় সবগুলো কলাগাছ গুড়া থেকে কেটে ফেলা হয়েছে। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তার অভিযোগ।
তিনি জানান পাশাপাশি দুইটি চালায় অনুমান ৫ একর জমি বর্গানিয়ে পেপে ও কলার আবাদ করে আসছেন দীর্ঘদিন ধরে। ঘটনার কয়েকদিন আগে ওই এলাকার আলাউদ্দীনের পোষা গরু ছাগল তার বাগানের পেপে গাছের ক্ষতি সাধন করলে তিনি প্রতিবাদ করায় তারা বিভিন্ন হুমকি প্রদর্শন করে। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার ও এলাকাবাসীকে জানালে ক্ষতিগ্রস্ত কলা দেখে সবাই হতবাক হয়ে যান।
ভালুকা (ময়মনসিংহ) : দক্ষিণ চানপুর গ্রামে কৃষক আ: জলিলের ৩ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা -সংবাদ
আরও খবরসোমবার, ২০ জুন ২০২২ , ৬ আষাড় ১৪২৮ ২০ জিলকদ ১৪৪৩
প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
ভালুকা (ময়মনসিংহ) : দক্ষিণ চানপুর গ্রামে কৃষক আ: জলিলের ৩ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা -সংবাদ
পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে ভালুকার দক্ষিণ চানপুর গ্রামে কৃষক আঃ জলিলের প্রায় ৩ শত কলা গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে।
কৃষক আঃ জলিল জানান, প্রতিদিনের মতো গত শুক্রবার সকালে তার কলা ক্ষেতে গিয়ে দেখেন ২১ শতক জমির প্রায় সবগুলো কলাগাছ গুড়া থেকে কেটে ফেলা হয়েছে। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তার অভিযোগ।
তিনি জানান পাশাপাশি দুইটি চালায় অনুমান ৫ একর জমি বর্গানিয়ে পেপে ও কলার আবাদ করে আসছেন দীর্ঘদিন ধরে। ঘটনার কয়েকদিন আগে ওই এলাকার আলাউদ্দীনের পোষা গরু ছাগল তার বাগানের পেপে গাছের ক্ষতি সাধন করলে তিনি প্রতিবাদ করায় তারা বিভিন্ন হুমকি প্রদর্শন করে। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার ও এলাকাবাসীকে জানালে ক্ষতিগ্রস্ত কলা দেখে সবাই হতবাক হয়ে যান।