সিলেটের জন্য তহবিল গঠন করছেন শাকিব

লম্বা সময় অস্পষ্ট কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পড়ে আছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তবে সারাক্ষণই তার মনটা পড়ে থাকে দেশে। সেই সূত্রে ছবি নির্মাণের জন্য সম্প্রতি পেয়েছেন সরকারি অনুদানও!

সেসব ছাপিয়ে শাকিব খান এবার নজর দিলেন একটু অন্যদিকে। ঢাকা নয়, সিলেট অঞ্চলে। এবার তিনি নিউইয়র্কে বসেই বানভাসি মানুষগুলোর জন্য কিছু করতে চান। গঠন করতে চান বড় তহবিল, দিতে চান সহায়তা।

খান বার্তা পাঠান, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও প্রতিনিয়ত খবর পাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের মানুষ ভালো নেই। বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাচ্ছে। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষের পাশে আমি আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যরে মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।’

জানা গেছে, নিজের তহবিল থেকেই এর মধ্যে বড় দাগের অর্থ প্রদান করেছেন শাকিব খান। তবে এখানেই তিনি থামতে রাজি নন। উদ্যোগে নিয়েছেন সমন্বিত প্রচেষ্টার।

শাকিব বলেন, ‘এত বড় দুর্যোগে আমার একার পক্ষে তো আর সম্ভব নয়। তাই একটি তহবিল গঠনের কথা ভেবেছি; যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবিলায়।’

এই লক্ষ্যে টিম শাকিব খান খুলেছে একটি ইমেইল ঠিকানা-skhumanity1@gmail.com। এর মাধ্যমে যোগাযোগ করে দেশ-বিদেশের যে কেউ পাঠাতে পারবেন আর্থ সহায়তা, নানা সরঞ্জাম, ওষুধ বা পণ্য। সেটি বানভাসি মানুষের কাছে পৌঁছে দেবে টিম শাকিব খান।

এই নায়ক সবার প্রতি আহ্বান করে বলেন, ‘বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আমি আহ্বান করছি- আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক।’

শাকিব খান যুক্তরাষ্ট্রে বসে সম্প্রতি দুটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন পরিকল্পনার মাঠে। দুটোই নির্মাণ করছেন হিমেল আশরাফ। একটির নাম ‘রাজকুমার’ অন্যটি ‘মায়া’। দুটোই নির্মিত হবে এসকে ফিল্মস-এর ব্যানারে। এরমধ্যে ‘মায়া’র জন্য ৬৫ লাখ টাকার অনুদান মিলেছে সরকারের পক্ষ থেকে।

সোমবার, ২০ জুন ২০২২ , ৬ আষাড় ১৪২৮ ২০ জিলকদ ১৪৪৩

সিলেটের জন্য তহবিল গঠন করছেন শাকিব

বিনোদন প্রতিবেদক

image

লম্বা সময় অস্পষ্ট কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পড়ে আছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তবে সারাক্ষণই তার মনটা পড়ে থাকে দেশে। সেই সূত্রে ছবি নির্মাণের জন্য সম্প্রতি পেয়েছেন সরকারি অনুদানও!

সেসব ছাপিয়ে শাকিব খান এবার নজর দিলেন একটু অন্যদিকে। ঢাকা নয়, সিলেট অঞ্চলে। এবার তিনি নিউইয়র্কে বসেই বানভাসি মানুষগুলোর জন্য কিছু করতে চান। গঠন করতে চান বড় তহবিল, দিতে চান সহায়তা।

খান বার্তা পাঠান, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও প্রতিনিয়ত খবর পাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের মানুষ ভালো নেই। বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাচ্ছে। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষের পাশে আমি আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যরে মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।’

জানা গেছে, নিজের তহবিল থেকেই এর মধ্যে বড় দাগের অর্থ প্রদান করেছেন শাকিব খান। তবে এখানেই তিনি থামতে রাজি নন। উদ্যোগে নিয়েছেন সমন্বিত প্রচেষ্টার।

শাকিব বলেন, ‘এত বড় দুর্যোগে আমার একার পক্ষে তো আর সম্ভব নয়। তাই একটি তহবিল গঠনের কথা ভেবেছি; যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবিলায়।’

এই লক্ষ্যে টিম শাকিব খান খুলেছে একটি ইমেইল ঠিকানা-skhumanity1@gmail.com। এর মাধ্যমে যোগাযোগ করে দেশ-বিদেশের যে কেউ পাঠাতে পারবেন আর্থ সহায়তা, নানা সরঞ্জাম, ওষুধ বা পণ্য। সেটি বানভাসি মানুষের কাছে পৌঁছে দেবে টিম শাকিব খান।

এই নায়ক সবার প্রতি আহ্বান করে বলেন, ‘বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আমি আহ্বান করছি- আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক।’

শাকিব খান যুক্তরাষ্ট্রে বসে সম্প্রতি দুটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন পরিকল্পনার মাঠে। দুটোই নির্মাণ করছেন হিমেল আশরাফ। একটির নাম ‘রাজকুমার’ অন্যটি ‘মায়া’। দুটোই নির্মিত হবে এসকে ফিল্মস-এর ব্যানারে। এরমধ্যে ‘মায়া’র জন্য ৬৫ লাখ টাকার অনুদান মিলেছে সরকারের পক্ষ থেকে।