জন্মদিনে জুম মিটিংয়ে বিয়ে করলেন কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী

নিজের জন্মদিনে গত শুক্রবার বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন এই সময়ের কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী তসলিম মজুমদার। যিনি কর্মরত আছেন বিখ্যাত জন এফ কেনেডি বিমানবন্দরে।

বিয়ের খবরটি সুখবর হলেও এর সঙ্গে রয়েছে খানিক বিস্ময়। কারণ, বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে! বর নিউইয়র্ক আর কনে ঢাকায় ল্যাপটপে জুম অ্যাপে যুক্ত হয়ে কবুল করে নেন একে অপরকে। দুই দেশেই তখন বর-কনের পাশে ছিলেন স্বজনরা। আর বিয়ের কাবিন ধার্য হয়েছে মাত্র ৫০১ টাকা। প্রশ্ন ছিল, দুই দেশের কোথাও লকডাউন না থাকলেও কেন তারা এমন অন্তর্জাল বিয়ের সিদ্ধান্ত নিলেন। জবাবে আয়েশা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের পরিচয়ের বয়স ৭ বছর। তবে এতদিন সিদ্ধান্ত নিতে পারছিলাম না। অবশেষে এই জন্মদিনটাকে আমরা ফিক্স করি। প্ল্যান করি অনলাইনে বিয়ে করার। দুই পরিবার থেকেও সাড়া পাই।

তাই শুভ কাজটি সারতে আর দেরি করিনি। মাস কয়েক পর তসলিম দেশে আসছে। তখন একসঙ্গে বড় আয়োজন করার পরিকল্পনা আছে।’ ায়েশা মৌসুমী সর্বশেষ ‘মেকআপ সুন্দরী’ শিরোনামের গানচিত্র প্রকাশ করে প্রশংসিত হন।

সোমবার, ২০ জুন ২০২২ , ৬ আষাড় ১৪২৮ ২০ জিলকদ ১৪৪৩

জন্মদিনে জুম মিটিংয়ে বিয়ে করলেন কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী

বিনোদন প্রতিবেদক

image

নিজের জন্মদিনে গত শুক্রবার বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন এই সময়ের কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী তসলিম মজুমদার। যিনি কর্মরত আছেন বিখ্যাত জন এফ কেনেডি বিমানবন্দরে।

বিয়ের খবরটি সুখবর হলেও এর সঙ্গে রয়েছে খানিক বিস্ময়। কারণ, বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে! বর নিউইয়র্ক আর কনে ঢাকায় ল্যাপটপে জুম অ্যাপে যুক্ত হয়ে কবুল করে নেন একে অপরকে। দুই দেশেই তখন বর-কনের পাশে ছিলেন স্বজনরা। আর বিয়ের কাবিন ধার্য হয়েছে মাত্র ৫০১ টাকা। প্রশ্ন ছিল, দুই দেশের কোথাও লকডাউন না থাকলেও কেন তারা এমন অন্তর্জাল বিয়ের সিদ্ধান্ত নিলেন। জবাবে আয়েশা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের পরিচয়ের বয়স ৭ বছর। তবে এতদিন সিদ্ধান্ত নিতে পারছিলাম না। অবশেষে এই জন্মদিনটাকে আমরা ফিক্স করি। প্ল্যান করি অনলাইনে বিয়ে করার। দুই পরিবার থেকেও সাড়া পাই।

তাই শুভ কাজটি সারতে আর দেরি করিনি। মাস কয়েক পর তসলিম দেশে আসছে। তখন একসঙ্গে বড় আয়োজন করার পরিকল্পনা আছে।’ ায়েশা মৌসুমী সর্বশেষ ‘মেকআপ সুন্দরী’ শিরোনামের গানচিত্র প্রকাশ করে প্রশংসিত হন।