বাংলাদেশের বাজারে এমএসআইয়ের নতুন টুয়েলভথ জেনারেশন ল্যাপটপ

প্রযুক্তি প্রতিষ্ঠান এমএসআই, বাংলাদেশের বাজারে সামিট, প্রেস্টিজ ও মডার্ন নামে বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি ল্যাপটপের নতুন ৩টি সিরিজ নিয়ে এসেছে। নতুন সিরিজের প্রতিটি ল্যাপটপেই টুয়েলভথ জেনারেশন ইনটেল® কোর™ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এমএসআই নোটবুক ওয়ার্ল্ডওয়াইড সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর ডেরেক চেন নতুন লাইনআপ প্রসঙ্গে বলেন, “হাই-পারফরম্যান্স ল্যাপটপই এমএসআই-এর মূল ভিত এবং আমাদের বিজনেস সিরিজ ল্যাপটপগুলো কর্মক্ষেত্রের সকল চাহিদা মেটাতে সক্ষম। বরাবরের মতো, প্রোডাক্টিভিটির সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ”

ল্যাপটপগুলো বেশকিছু ফিচার ডিজাইনে পাওয়া যাচ্ছে, যা থেকে নিজের পছন্দেরটি বেছে নেওয়া যাবে। সেটা হতে পারে ৩৬০ ডিগ্রি ফ্লিপ মোডের হাই-এন্ড সামিট অথবা অসাধারণ ডিসপ্লে সমৃদ্ধ প্রেস্টিজ কিংবা অনন্য ডিজাইনে স্টাইলিশ মডার্ন। সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ২০ জুন ২০২২ , ৬ আষাড় ১৪২৮ ২০ জিলকদ ১৪৪৩

বাংলাদেশের বাজারে এমএসআইয়ের নতুন টুয়েলভথ জেনারেশন ল্যাপটপ

image

প্রযুক্তি প্রতিষ্ঠান এমএসআই, বাংলাদেশের বাজারে সামিট, প্রেস্টিজ ও মডার্ন নামে বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি ল্যাপটপের নতুন ৩টি সিরিজ নিয়ে এসেছে। নতুন সিরিজের প্রতিটি ল্যাপটপেই টুয়েলভথ জেনারেশন ইনটেল® কোর™ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এমএসআই নোটবুক ওয়ার্ল্ডওয়াইড সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর ডেরেক চেন নতুন লাইনআপ প্রসঙ্গে বলেন, “হাই-পারফরম্যান্স ল্যাপটপই এমএসআই-এর মূল ভিত এবং আমাদের বিজনেস সিরিজ ল্যাপটপগুলো কর্মক্ষেত্রের সকল চাহিদা মেটাতে সক্ষম। বরাবরের মতো, প্রোডাক্টিভিটির সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ”

ল্যাপটপগুলো বেশকিছু ফিচার ডিজাইনে পাওয়া যাচ্ছে, যা থেকে নিজের পছন্দেরটি বেছে নেওয়া যাবে। সেটা হতে পারে ৩৬০ ডিগ্রি ফ্লিপ মোডের হাই-এন্ড সামিট অথবা অসাধারণ ডিসপ্লে সমৃদ্ধ প্রেস্টিজ কিংবা অনন্য ডিজাইনে স্টাইলিশ মডার্ন। সংবাদ বিজ্ঞপ্তি।