বিকাশের মার্চেন্ট সুবিধা পাবে আনিসুল হক কোহর্টের নারী উদ্যোক্তারা

বিকাশের মার্চেন্ট সুবিধা পাবে আনিসুল হক কোহর্টের নারী উদ্যোক্তারা। নিজেদের ব্র্যান্ড, উৎপাদিত পণ্য এবং সেবা নিয়ে বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজ এবং অ্যাপ এর মাধ্যমে পৌঁছানো যাবে কাস্টমারদের কাছে। এর মাধ্যমে নারী উদ্যোক্তারা বিকাশ বিজনেস ড্যাশবোর্ডে এর পেমেন্ট লিংকের মাধ্যমে খুব সহজে বিকাশের পার্সোলান রিটেইল একাউন্টের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করতে পারেব। ট্রেড লাইসেন্স না থাকলেও পাওয়া যাবে ৩ লাখ টাকা পর্যন্ত মার্চেন্ট লেনদেনের সুবিধা। সম্প্রতি ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকের নামে গঠিত এই কোহর্টের সদস্যদের জন্য অনলাইনে একটি প্রশিক্ষণ সেশন আয়োজিত হয়। উক্ত সেশনে এসব তথ্য জানান বিকাশের সিনিয়র এক্সিকিউটিভ সৈয়দ মোস্তফা তানভীর হাসান।

আনিসুল হক কোহর্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এই সেশনের আয়োজন করেছে। আনিসুল হক ফাউন্ডেশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের যৌথ আয়োজনে ৭ মাস ব্যাপী এই কোহর্টে ৩৪ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। আয়োজনের সহযোগিতায় রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ^বিদ্যালয়ের আনিসুল হক স্টাডি সেন্টার, ইনোভেশন এন্ড অন্ট্রোপ্রেনিওরশিপ ডিপার্টমেন্ট এবং নাগরিক টিভি।

আয়োজকরা জানান কোহর্ট সদস্যদের ছয় মাস ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দেওয়া হচ্ছে। এইসব সেশনে নারী উদ্যোক্তারা তাদের ব্যবসা বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নির্দেশনা ও প্রশিক্ষণ পাচ্ছেন। অংশগ্রহণকারীরা নিজেদের ব্যবসার ধরণ বিশ্লেষণ করার পাশাপাশি কীভাবে তা বিস্তৃত করা যায় তার পরিকল্পনা তৈরি করছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ২০ জুন ২০২২ , ৬ আষাড় ১৪২৮ ২০ জিলকদ ১৪৪৩

বিকাশের মার্চেন্ট সুবিধা পাবে আনিসুল হক কোহর্টের নারী উদ্যোক্তারা

image

বিকাশের মার্চেন্ট সুবিধা পাবে আনিসুল হক কোহর্টের নারী উদ্যোক্তারা। নিজেদের ব্র্যান্ড, উৎপাদিত পণ্য এবং সেবা নিয়ে বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজ এবং অ্যাপ এর মাধ্যমে পৌঁছানো যাবে কাস্টমারদের কাছে। এর মাধ্যমে নারী উদ্যোক্তারা বিকাশ বিজনেস ড্যাশবোর্ডে এর পেমেন্ট লিংকের মাধ্যমে খুব সহজে বিকাশের পার্সোলান রিটেইল একাউন্টের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করতে পারেব। ট্রেড লাইসেন্স না থাকলেও পাওয়া যাবে ৩ লাখ টাকা পর্যন্ত মার্চেন্ট লেনদেনের সুবিধা। সম্প্রতি ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকের নামে গঠিত এই কোহর্টের সদস্যদের জন্য অনলাইনে একটি প্রশিক্ষণ সেশন আয়োজিত হয়। উক্ত সেশনে এসব তথ্য জানান বিকাশের সিনিয়র এক্সিকিউটিভ সৈয়দ মোস্তফা তানভীর হাসান।

আনিসুল হক কোহর্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এই সেশনের আয়োজন করেছে। আনিসুল হক ফাউন্ডেশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের যৌথ আয়োজনে ৭ মাস ব্যাপী এই কোহর্টে ৩৪ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। আয়োজনের সহযোগিতায় রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ^বিদ্যালয়ের আনিসুল হক স্টাডি সেন্টার, ইনোভেশন এন্ড অন্ট্রোপ্রেনিওরশিপ ডিপার্টমেন্ট এবং নাগরিক টিভি।

আয়োজকরা জানান কোহর্ট সদস্যদের ছয় মাস ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দেওয়া হচ্ছে। এইসব সেশনে নারী উদ্যোক্তারা তাদের ব্যবসা বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নির্দেশনা ও প্রশিক্ষণ পাচ্ছেন। অংশগ্রহণকারীরা নিজেদের ব্যবসার ধরণ বিশ্লেষণ করার পাশাপাশি কীভাবে তা বিস্তৃত করা যায় তার পরিকল্পনা তৈরি করছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।