মুক্তাগাছায় যাবজ্জীবন দণ্ডপ্রপ্ত আসামি ধৃত

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শেখ ফরিদ(৩২) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। র‌্যাব-১৪ এর সহযোগিতায় পুলিশ ঢাকার যাত্রাবাড়ী থেকে গত রবিবার রাতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শেখ ফরিদ মুক্তাগাছা উপজেলার বাদেকলমোহনা গ্রামের আমির হোসেনের ছেলে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, ২০০৭ সালে গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামী শেখ ফরিদকে ঢাকার বিশেষ দায়রা জজ আদালত যাবজ্জীবন সাজা প্রদান করে। দীর্ঘ সময় ধরে সে পলাতক ছিল। র‌্যাব-১৪ এর সহযোগিতায় পুলিশ তাকের ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মঙ্গলবার, ২১ জুন ২০২২ , ৭ আষাড় ১৪২৮ ২১ জিলকদ ১৪৪৩

মুক্তাগাছায় যাবজ্জীবন দণ্ডপ্রপ্ত আসামি ধৃত

প্রতিনিধি, মুক্তাগাছা (ময়মনসিংহ)

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শেখ ফরিদ(৩২) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। র‌্যাব-১৪ এর সহযোগিতায় পুলিশ ঢাকার যাত্রাবাড়ী থেকে গত রবিবার রাতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শেখ ফরিদ মুক্তাগাছা উপজেলার বাদেকলমোহনা গ্রামের আমির হোসেনের ছেলে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, ২০০৭ সালে গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামী শেখ ফরিদকে ঢাকার বিশেষ দায়রা জজ আদালত যাবজ্জীবন সাজা প্রদান করে। দীর্ঘ সময় ধরে সে পলাতক ছিল। র‌্যাব-১৪ এর সহযোগিতায় পুলিশ তাকের ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।