খাগড়াছড়ি পার্বত্য জেলাসহ ‘পার্বত্য এলাকার উপযোগী করে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প আশ্রয়ণের গৃহ নির্মাণের পরিকল্পনা নিচ্ছে সরকার। সারা দেশের ন্যায় একই মডলে পার্বত্য চট্টগ্রামেও গৃহহীনদের জন্য ঘর নির্মাণের ফলে নানা সমস্যা দেখা যাচ্ছে। বিশেষ করে বিদ্যুৎবিহীন দুর্গম পাহাড়ি এলাকায় স্বাভাবিকভাবে পানীয় জলও পাওয়া যায় না। এতে ওইসব এলাকায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পের গৃহে বসবাসকারী পরিবারগুলোকে নানা সমস্যার মধ্যে থাকতে হচ্ছে। এছাড়া সমতল জেলার মত পার্বত্য এলাকাও একই পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়। অথচ গাড়ি চলাচলের সুবিধাবিহীন দুর্গম এলাকায় নির্মাণ সামগ্রী কাঁধে বহন করে পৌঁছাতে অনেক বেশি অর্থ ব্যয় হয়। এতে গৃহ নির্মাণ করতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হয়। এসব সমস্যার কথা বিবেচনা করে পার্বত্য এলাকার উপযোগী করে আশ্রয়ণ প্রকল্প নেয়ার পরিকল্পনা করছে সরকার। রামগড় উপজেলায় মুজিব শতবর্ষের আশ্রায়ণ প্রকল্পের আওতায় ভূমিহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের পাকা ঘর পরিদর্শন কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি। তিনি বলেন, ইতোমধ্যে হাওড় এলাকাসহ বিশেষ এলাকায় ওখানকার উপযোগী করে আশ্রয়ণ প্রকল্প তৈরি করা হয়েছে।
খাগড়াছড়ি : আশ্রয়ণ প্রকল্পের ঘরের সামনে দাঁড়িয়ে সুবিধাভোগী আদিবাসী পরিবার -সংবাদ
আরও খবরমঙ্গলবার, ২১ জুন ২০২২ , ৭ আষাড় ১৪২৮ ২১ জিলকদ ১৪৪৩
প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়ি : আশ্রয়ণ প্রকল্পের ঘরের সামনে দাঁড়িয়ে সুবিধাভোগী আদিবাসী পরিবার -সংবাদ
খাগড়াছড়ি পার্বত্য জেলাসহ ‘পার্বত্য এলাকার উপযোগী করে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প আশ্রয়ণের গৃহ নির্মাণের পরিকল্পনা নিচ্ছে সরকার। সারা দেশের ন্যায় একই মডলে পার্বত্য চট্টগ্রামেও গৃহহীনদের জন্য ঘর নির্মাণের ফলে নানা সমস্যা দেখা যাচ্ছে। বিশেষ করে বিদ্যুৎবিহীন দুর্গম পাহাড়ি এলাকায় স্বাভাবিকভাবে পানীয় জলও পাওয়া যায় না। এতে ওইসব এলাকায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পের গৃহে বসবাসকারী পরিবারগুলোকে নানা সমস্যার মধ্যে থাকতে হচ্ছে। এছাড়া সমতল জেলার মত পার্বত্য এলাকাও একই পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়। অথচ গাড়ি চলাচলের সুবিধাবিহীন দুর্গম এলাকায় নির্মাণ সামগ্রী কাঁধে বহন করে পৌঁছাতে অনেক বেশি অর্থ ব্যয় হয়। এতে গৃহ নির্মাণ করতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হয়। এসব সমস্যার কথা বিবেচনা করে পার্বত্য এলাকার উপযোগী করে আশ্রয়ণ প্রকল্প নেয়ার পরিকল্পনা করছে সরকার। রামগড় উপজেলায় মুজিব শতবর্ষের আশ্রায়ণ প্রকল্পের আওতায় ভূমিহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের পাকা ঘর পরিদর্শন কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি। তিনি বলেন, ইতোমধ্যে হাওড় এলাকাসহ বিশেষ এলাকায় ওখানকার উপযোগী করে আশ্রয়ণ প্রকল্প তৈরি করা হয়েছে।