সেতু নিরাপত্তায় আজ উদ্বোধন হচ্ছে দুই পারের দুই থানা

পদ্মা সেতু উদ্বোধনের আর মাত্র ৪ দিন বাকি। তাই উদ্বোধন অনুষ্ঠানের নিñিদ্র নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেতু চালু হওয়ার আগেই দুই পারের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ নামের দুটি নতুন থানা আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এ তথ্য জানানো হয়। সভার সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গমনাগমন ও অবস্থানকালে নিñিদ্র নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানস্থল এবং পার্শ্ববর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তা নিশ্চিতকরণে সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।

অনুষ্ঠানস্থল বা পদ্মা সেতুকেন্দ্রিক নাশকতা প্রতিরোধে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। সেতু উদ্বোধনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক ভলেনটিয়ার থাকবে। জরুরি সেবা যেমন, অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, পানি, মোবাইল টয়লেটের ব্যবস্থা থাকবে। এছাড়া পদ্মা সেতুর নিরাপত্তায় উত্তর প্রান্তে মুন্সীগঞ্জ জেলার মাওয়ায় স্থাপন করা হয়েছে ‘পদ্মাসেতু উত্তর থানা’ ও সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরায় স্থাপন করা হয়েছে ‘পদ্মা সেতু দক্ষিণ থানা’। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই থানা দুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পদ্মা সেতুর সংযোগ সড়কের টোলপ্লাজার পাশে নির্মাণ করা থানা ভবনের অবকাঠামো। প্রায় ৩২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে চারতলা এই ভবন দুটি নির্মাণ করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। এর মধ্যে মাওয়া প্রান্তের থানা ভবনটি নির্মাণে খরচ হয়েছে ১৬ কোটি ৪৮ লাখ টাকা, জাজিরা প্রান্তে ১৬ কোটি ২৬ লাখ টাকা। প্রায় দুই বছর আগে ভবন দুটির নির্মাণ শেষ হয়। এতদিন থানা দুটি ট্রাফিক পুলিশ ব্যবহার করেছে। প্রতিটি থানায় একজন সহকারী পুলিশ সুপারসহ ৪০ জন করে পুলিশ সদস্য থাকবেন। সেতুর দুই প্রান্তেই দুটি করে ইউনিয়ন থানা দুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। লৌহজংয়ের মাওয়া প্রান্তের থানার আওতায় থাকবে মেদেনীম-ল ও কুমারভোগ ইউনিয়ন। জাজিরা পয়েন্টের থানার আওতায় থাকবে পূর্ব নাওডোবা ও পশ্চিম নাওডোবা ইউনিয়ন। পদ্মা সেতু চালুর পর দিনে-রাতে ২৪ ঘণ্টায় যানবাহন চলাচল করবে। এছাড়া সারা দেশের মানুষ ও পর্যটকরা সেতু দেখতে যাবেন। ওই সময় সেতু এলাকায় বাড়তি নিরাপত্তা ফোর্স থাকবে। পুলিশ ছাড়াও অন্য বাহিনীর লোকজন নিরাপত্তার দায়িত্বে থাকবে। চলবে নিরাপত্তা কঠোর নজরদারি। তারা পোশাকে ও সাদা পোশাকে সর্বক্ষণ খোঁজখবর রাখবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

মঙ্গলবার, ২১ জুন ২০২২ , ৭ আষাড় ১৪২৮ ২১ জিলকদ ১৪৪৩

আর ৪ দিন

সেতু নিরাপত্তায় আজ উদ্বোধন হচ্ছে দুই পারের দুই থানা

নিজস্ব বার্তা পরিবেশক

পদ্মা সেতু উদ্বোধনের আর মাত্র ৪ দিন বাকি। তাই উদ্বোধন অনুষ্ঠানের নিñিদ্র নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেতু চালু হওয়ার আগেই দুই পারের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ নামের দুটি নতুন থানা আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এ তথ্য জানানো হয়। সভার সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গমনাগমন ও অবস্থানকালে নিñিদ্র নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানস্থল এবং পার্শ্ববর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তা নিশ্চিতকরণে সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।

অনুষ্ঠানস্থল বা পদ্মা সেতুকেন্দ্রিক নাশকতা প্রতিরোধে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। সেতু উদ্বোধনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক ভলেনটিয়ার থাকবে। জরুরি সেবা যেমন, অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, পানি, মোবাইল টয়লেটের ব্যবস্থা থাকবে। এছাড়া পদ্মা সেতুর নিরাপত্তায় উত্তর প্রান্তে মুন্সীগঞ্জ জেলার মাওয়ায় স্থাপন করা হয়েছে ‘পদ্মাসেতু উত্তর থানা’ ও সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরায় স্থাপন করা হয়েছে ‘পদ্মা সেতু দক্ষিণ থানা’। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই থানা দুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পদ্মা সেতুর সংযোগ সড়কের টোলপ্লাজার পাশে নির্মাণ করা থানা ভবনের অবকাঠামো। প্রায় ৩২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে চারতলা এই ভবন দুটি নির্মাণ করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। এর মধ্যে মাওয়া প্রান্তের থানা ভবনটি নির্মাণে খরচ হয়েছে ১৬ কোটি ৪৮ লাখ টাকা, জাজিরা প্রান্তে ১৬ কোটি ২৬ লাখ টাকা। প্রায় দুই বছর আগে ভবন দুটির নির্মাণ শেষ হয়। এতদিন থানা দুটি ট্রাফিক পুলিশ ব্যবহার করেছে। প্রতিটি থানায় একজন সহকারী পুলিশ সুপারসহ ৪০ জন করে পুলিশ সদস্য থাকবেন। সেতুর দুই প্রান্তেই দুটি করে ইউনিয়ন থানা দুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। লৌহজংয়ের মাওয়া প্রান্তের থানার আওতায় থাকবে মেদেনীম-ল ও কুমারভোগ ইউনিয়ন। জাজিরা পয়েন্টের থানার আওতায় থাকবে পূর্ব নাওডোবা ও পশ্চিম নাওডোবা ইউনিয়ন। পদ্মা সেতু চালুর পর দিনে-রাতে ২৪ ঘণ্টায় যানবাহন চলাচল করবে। এছাড়া সারা দেশের মানুষ ও পর্যটকরা সেতু দেখতে যাবেন। ওই সময় সেতু এলাকায় বাড়তি নিরাপত্তা ফোর্স থাকবে। পুলিশ ছাড়াও অন্য বাহিনীর লোকজন নিরাপত্তার দায়িত্বে থাকবে। চলবে নিরাপত্তা কঠোর নজরদারি। তারা পোশাকে ও সাদা পোশাকে সর্বক্ষণ খোঁজখবর রাখবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।