৪৫তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালসের আয়োজক দেশ বাংলাদেশ

কম্পিউটার প্রোগ্রামিংয়ের অলিম্পিয়াড খ্যাত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) এর ৪৫তম ওয়ার্ল্ড ফাইনালসের আয়োজক দেশ বাংলাদেশ। আগামী ৬-১১ নভেম্বর ২০২২ বাংলাদেশে অনুষ্ঠিত হবে এ প্রোগ্রামিং প্রতিযোগিতা। আয়োজন উপলক্ষে সাংগঠনিক কমিটির এক প্রস্তুতিমূলক সভা সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে আইসিটি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মেধা দিয়ে বিশ^কে জয় করতে হবে। তরুণদের প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে পারলে সবকিছু ডিজিটাল করতে খুব একটা সময় লাগবে না। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় মেধার কোন বিকল্প নেই, মেধাকে কাজে লাগিয়ে জয় করতে হবে এ বিপ্লব। এ প্রতিযোগিতায় সারাবিশে^র ৭৫টি দেশের ১৪০টি টীম এবং ১০০০ এরও বেশি-বিদেশি অতিথি অংশগ্রহণ করার কথা রয়েছে।

আগামী ৬-১১ নভেম্ব অনুষ্ঠিতব্য এই বিশ^ আসরের মূল ভেন্যু হিসেবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)’কে ব্যবহার করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ২১ জুন ২০২২ , ৭ আষাড় ১৪২৮ ২১ জিলকদ ১৪৪৩

৪৫তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালসের আয়োজক দেশ বাংলাদেশ

image

কম্পিউটার প্রোগ্রামিংয়ের অলিম্পিয়াড খ্যাত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) এর ৪৫তম ওয়ার্ল্ড ফাইনালসের আয়োজক দেশ বাংলাদেশ। আগামী ৬-১১ নভেম্বর ২০২২ বাংলাদেশে অনুষ্ঠিত হবে এ প্রোগ্রামিং প্রতিযোগিতা। আয়োজন উপলক্ষে সাংগঠনিক কমিটির এক প্রস্তুতিমূলক সভা সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে আইসিটি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মেধা দিয়ে বিশ^কে জয় করতে হবে। তরুণদের প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে পারলে সবকিছু ডিজিটাল করতে খুব একটা সময় লাগবে না। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় মেধার কোন বিকল্প নেই, মেধাকে কাজে লাগিয়ে জয় করতে হবে এ বিপ্লব। এ প্রতিযোগিতায় সারাবিশে^র ৭৫টি দেশের ১৪০টি টীম এবং ১০০০ এরও বেশি-বিদেশি অতিথি অংশগ্রহণ করার কথা রয়েছে।

আগামী ৬-১১ নভেম্ব অনুষ্ঠিতব্য এই বিশ^ আসরের মূল ভেন্যু হিসেবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)’কে ব্যবহার করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।