সূচকের সঙ্গে কমেছে লেনদেনও

আগের কার্যদিবসের মতো গতকালও বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সব সূচক কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গতকাল মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়। ডিএসইতে ৭২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯৬ কোটি ৫১ লাখ টাকা কম। দেশের অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৭২ পয়েন্ট বা ০.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১১.৬৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.১১ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.১৫ পয়েন্ট বা ০.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৮.৯১ পয়েন্টে এবং দুই হাজার ২৯৫.৪১ পয়েন্টে।

ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭২৫ কোটি ৮৮ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৯৬ কোটি ৫১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮২২ কোটি ৩৯ লাখ টাকার।

ডিএসইতে এদিন ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির বা ১৪.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৮২টির বা ৭৩.৮২ শতাংশের এবং ৪৩টির বা ১১.২৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩৭.৩৪ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯১.০৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। এদিন সিএসইতে ৫৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বুধবার, ২২ জুন ২০২২ , ৮ আষাড় ১৪২৮ ২২ জিলকদ ১৪৪৩

সূচকের সঙ্গে কমেছে লেনদেনও

নিজস্ব বার্তা পরিবেশক

image

আগের কার্যদিবসের মতো গতকালও বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সব সূচক কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গতকাল মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়। ডিএসইতে ৭২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯৬ কোটি ৫১ লাখ টাকা কম। দেশের অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৭২ পয়েন্ট বা ০.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১১.৬৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.১১ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.১৫ পয়েন্ট বা ০.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৮.৯১ পয়েন্টে এবং দুই হাজার ২৯৫.৪১ পয়েন্টে।

ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭২৫ কোটি ৮৮ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৯৬ কোটি ৫১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮২২ কোটি ৩৯ লাখ টাকার।

ডিএসইতে এদিন ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির বা ১৪.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৮২টির বা ৭৩.৮২ শতাংশের এবং ৪৩টির বা ১১.২৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩৭.৩৪ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯১.০৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। এদিন সিএসইতে ৫৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।