গৌরনদীতে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামে যৌতুকের দাবিতে স্বর্না আক্তার (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ এনে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে গত সোমবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় নিহতের স্বামী মাসুম খান ও শ্বশুর-শাশুড়িকে হত্যাকারী হিসেবে দায়ী করে শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা।

উল্লেখ্য, গত রবিবার সকালে গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে স্বর্না আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেন গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা শিপন সরদার অভিযোগ করেন, যৌতুকের টাকার জন্য তার মেয়ে স্বর্না আক্তারকে হত্যা করেছে স্বামী মাসুম খান ও তার পরিবারের লোকজন। অপরদিকে, হত্যার অভিযোগ অস্বীকার করে মাসুম খানের মা রুনু বেগম জানিয়েছেন তার পুত্রবধূ স্বর্না আত্মহত্যা করেছে।

বুধবার, ২২ জুন ২০২২ , ৮ আষাড় ১৪২৮ ২২ জিলকদ ১৪৪৩

গৌরনদীতে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

image

গৌরনদী (বরিশাল) : গৃহবধূ হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -সংবাদ

গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামে যৌতুকের দাবিতে স্বর্না আক্তার (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ এনে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে গত সোমবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় নিহতের স্বামী মাসুম খান ও শ্বশুর-শাশুড়িকে হত্যাকারী হিসেবে দায়ী করে শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা।

উল্লেখ্য, গত রবিবার সকালে গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে স্বর্না আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেন গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা শিপন সরদার অভিযোগ করেন, যৌতুকের টাকার জন্য তার মেয়ে স্বর্না আক্তারকে হত্যা করেছে স্বামী মাসুম খান ও তার পরিবারের লোকজন। অপরদিকে, হত্যার অভিযোগ অস্বীকার করে মাসুম খানের মা রুনু বেগম জানিয়েছেন তার পুত্রবধূ স্বর্না আত্মহত্যা করেছে।