বেগমগঞ্জে পুলিশের তল্লাশি অভিযান

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর শুভ উদ্বোধন করার কথা রয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে যে কোন প্রকার নাশকতা এড়াতে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে মাঠে নেমেছে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। গত সোমবার সকাল থেকে থানা এলাকার বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাসী অভিযান চালাতে দেখা গেছে পুলিশ সদস্যদের। পদ্ম সেতু উদ্বোধনের পরদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

গতকাল মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহিদুল হক রনি জানান, পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে যে কোন প্রকার নাশকতা, আইনশৃংখলা পরিপন্থি ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আমরা প্রস্তুত রয়েছি। পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হচ্ছে। কাউকে সন্দেহ ভাজন মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পদ্ম সেতু উদ্বোধনের পরদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ওসি মীর জাহিদুল হক রনি।

বুধবার, ২২ জুন ২০২২ , ৮ আষাড় ১৪২৮ ২২ জিলকদ ১৪৪৩

পদ্মা সেতু উদ্বোধন কেন্দ্র করে

বেগমগঞ্জে পুলিশের তল্লাশি অভিযান

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর শুভ উদ্বোধন করার কথা রয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে যে কোন প্রকার নাশকতা এড়াতে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে মাঠে নেমেছে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। গত সোমবার সকাল থেকে থানা এলাকার বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাসী অভিযান চালাতে দেখা গেছে পুলিশ সদস্যদের। পদ্ম সেতু উদ্বোধনের পরদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

গতকাল মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহিদুল হক রনি জানান, পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে যে কোন প্রকার নাশকতা, আইনশৃংখলা পরিপন্থি ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আমরা প্রস্তুত রয়েছি। পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হচ্ছে। কাউকে সন্দেহ ভাজন মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পদ্ম সেতু উদ্বোধনের পরদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ওসি মীর জাহিদুল হক রনি।