স্ত্রী-সন্তানকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

বড় মেয়ের মৃত্যু, থানায় মামলা

জমিজমাকে কেন্দ্র করে স্ত্রী দুই মেয়ে ও দাদীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ পান করে ও নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে রশিদুল নামের এক যুবক । ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোয় ঘটনাস্থলেই মৃতুবরণ করেন ৫ম শ্রেণীতে পড়–য়া বড় মেয়ে রাফিয়া আক্তার জিম (১১)। রাফিয়ার মৃতুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র ।

ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছার কৈকুরি ইউনিয়নের মোংলাকুটি গ্রামের পশ্চিম পাড়ায়। গত রবিবার ১৯ জুন মাগরিবের নামাজের সময় বাড়ীতে রশিদুল ও স্ত্রী জেসমীনের মধ্যে ঝগড়া ঝাটি শুরু হয় । ঝগড়ার এক পর্যায়ে ঘাতক রশিদুল ধারালো দেশীয় অস্ত্র দিয়ে স্ত্রী জেসমীনকে এলোপাতারী কোপাতে শুরু করে এমন সময় বড় মেয়ে রাফিয়া আগাইয়া আসলে মা বুঝে উঠার পূর্বেই মেয়েকে জবাই করে হত্যা করে। এভাবে ছোট মেয়ে রুবাইয়া আক্তার(৪) কে ও বাড়ীতে থাকা দাদীকেও এলোপাতারী কোপায়। পরেিশষে ঘাতক রশিদুল বিষপান করে ও ছুরি নিজের গলায় নিজেই দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে যানাযায় এই নিশংস ঘটনার পিছনে মূল কারন হচ্ছে ঘাতক রশিদুলের শ্বশুর জাহাঙ্গীর আলম জামাই রশিদুলকে তার নিজ নামীয় জমি মেয়ে জেসমীন আক্তারের নামে দলিল করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে । শ্বশুরের চাপে নিজ নামীয় জমি স্ত্রীর নামে দলিল করে দেয়াকে স্বাভাবিক মেনে নিতে না পাড়ায় এই ঘটনার সূত্রপাত বলে স্থানীয়রা জানান । এই ঘটনাকে কেন্দ্র করে পীরগাছা থানায় একটি হত্যা মামলা হয়েছে । পীরগাছা থানার মামলা নম্বর ১৯/১৪৩ ।

এ ব্যাপারে ওসি সরেস চন্দ্র ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল মালেক জানান থানায় একটি মামলা হয়েছে ।

এই মামলার একমাত্র আসামী রশিদুলকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার, ২২ জুন ২০২২ , ৮ আষাড় ১৪২৮ ২২ জিলকদ ১৪৪৩

স্ত্রী-সন্তানকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

বড় মেয়ের মৃত্যু, থানায় মামলা

প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

জমিজমাকে কেন্দ্র করে স্ত্রী দুই মেয়ে ও দাদীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ পান করে ও নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে রশিদুল নামের এক যুবক । ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোয় ঘটনাস্থলেই মৃতুবরণ করেন ৫ম শ্রেণীতে পড়–য়া বড় মেয়ে রাফিয়া আক্তার জিম (১১)। রাফিয়ার মৃতুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র ।

ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছার কৈকুরি ইউনিয়নের মোংলাকুটি গ্রামের পশ্চিম পাড়ায়। গত রবিবার ১৯ জুন মাগরিবের নামাজের সময় বাড়ীতে রশিদুল ও স্ত্রী জেসমীনের মধ্যে ঝগড়া ঝাটি শুরু হয় । ঝগড়ার এক পর্যায়ে ঘাতক রশিদুল ধারালো দেশীয় অস্ত্র দিয়ে স্ত্রী জেসমীনকে এলোপাতারী কোপাতে শুরু করে এমন সময় বড় মেয়ে রাফিয়া আগাইয়া আসলে মা বুঝে উঠার পূর্বেই মেয়েকে জবাই করে হত্যা করে। এভাবে ছোট মেয়ে রুবাইয়া আক্তার(৪) কে ও বাড়ীতে থাকা দাদীকেও এলোপাতারী কোপায়। পরেিশষে ঘাতক রশিদুল বিষপান করে ও ছুরি নিজের গলায় নিজেই দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে যানাযায় এই নিশংস ঘটনার পিছনে মূল কারন হচ্ছে ঘাতক রশিদুলের শ্বশুর জাহাঙ্গীর আলম জামাই রশিদুলকে তার নিজ নামীয় জমি মেয়ে জেসমীন আক্তারের নামে দলিল করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে । শ্বশুরের চাপে নিজ নামীয় জমি স্ত্রীর নামে দলিল করে দেয়াকে স্বাভাবিক মেনে নিতে না পাড়ায় এই ঘটনার সূত্রপাত বলে স্থানীয়রা জানান । এই ঘটনাকে কেন্দ্র করে পীরগাছা থানায় একটি হত্যা মামলা হয়েছে । পীরগাছা থানার মামলা নম্বর ১৯/১৪৩ ।

এ ব্যাপারে ওসি সরেস চন্দ্র ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল মালেক জানান থানায় একটি মামলা হয়েছে ।

এই মামলার একমাত্র আসামী রশিদুলকে গ্রেপ্তার করা হয়েছে।