সুনামগঞ্জে ত্রাণের জন্য জীবন দিলেন বিপ্লব মিয়া

সুনামগঞ্জের তাহিরপুরে বন্যাদুর্গতদের জন্য হেলিকপ্টারে করে বিমানবাহিনীর দেয়া ত্রাণ সামগ্রী নিতে গিয়ে বিপ্লব মিয়া (৪৫) নামে এক অভুক্ত যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেয়া হলে তার মৃত্যু হয়।

তিনি উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের শহীদ আলীর ছেলে। নিহত বিপ্লব ২ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।

গত সোমবার বন্যাকবলিতদের বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার থেকে তাহিরপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করে। এ সময় নিচ থেকে ত্রাণ নিতে গিয়ে বিপ্লবসহ আরও ৫ জন আহত হন। গুরুতর আহত বিপ্লবসহ ৬ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহত বিপ্লবের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল সকালে সিলেটে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে গুরুতর আহত বিপ্লব নামের একজন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার, ২২ জুন ২০২২ , ৮ আষাড় ১৪২৮ ২২ জিলকদ ১৪৪৩

সুনামগঞ্জে ত্রাণের জন্য জীবন দিলেন বিপ্লব মিয়া

প্রতিনিধি, সিলেট

সুনামগঞ্জের তাহিরপুরে বন্যাদুর্গতদের জন্য হেলিকপ্টারে করে বিমানবাহিনীর দেয়া ত্রাণ সামগ্রী নিতে গিয়ে বিপ্লব মিয়া (৪৫) নামে এক অভুক্ত যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেয়া হলে তার মৃত্যু হয়।

তিনি উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের শহীদ আলীর ছেলে। নিহত বিপ্লব ২ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।

গত সোমবার বন্যাকবলিতদের বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার থেকে তাহিরপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করে। এ সময় নিচ থেকে ত্রাণ নিতে গিয়ে বিপ্লবসহ আরও ৫ জন আহত হন। গুরুতর আহত বিপ্লবসহ ৬ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহত বিপ্লবের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল সকালে সিলেটে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে গুরুতর আহত বিপ্লব নামের একজন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।