মনে রাখার মতো শিল্পী

চিরবিদায় নিয়েছেন কণ্ঠশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। তিনি শুধু ভারতে জনপ্রিয় ছিলেন না, তার জনপ্রিয়তা বাংলাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ও স্পর্শ করেছিল। তিনি হিন্দি, বাংলা, অসমীয়া, তামিল, তেলেগু, মালয়ালাম, গুজরাটিসহ অনেক ভাষায় গান গেয়েছেন। বিখ্যাত অনেক গান তার গুণমুগ্ধদের মুখেও শোনা যায়। সর্বভারতীয় সংগীত সমাজে শুধু নয়, তিনি আমাদের বাংলাদেশেও অতি পরিচিত শিল্পী ছিলেন, থাকবেনও- ‘আলভিদা’ কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ।

বহু স্মরণীয় গানের পাশাপাশি তাকে এ জন্যও স্মরণ করা হবে, যিনি তার অন্তিমক্ষণেও গান থামাননি। স্পটলাইটগুলো অসহ্য লাগছিল, প্রতিটি হিটের পর উইংসে ঘাম মুছতে হচ্ছিল, ফায়ার এক্সটিংগুইশারের স্প্রে তার দমবন্ধ করে দিচ্ছিল বারবারে, তবু তিনি গান থামাননি। প্রসঙ্গক্রমে মনে পড়ে, গত শতকের সেরা এক আফ্রিকান প্রতিভা, মিরিয়াম ম্যাকেবা গান গাইতে গাইতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মঞ্চে। কিন্তু মিরিয়ামের বয়স ছিল ৭৬ কি ৭৭। সেখানে কেকের মাত্র ৫৩। যে শিল্পী স্টেজ কাঁপিয়ে এক্ষুণি ‘আলভিদা’ গাইছেন, কীভাবে এত দ্রুত হতে পারে তার প্রস্থান!

লিয়াকত হোসেন খোকন

বুধবার, ২২ জুন ২০২২ , ৮ আষাড় ১৪২৮ ২২ জিলকদ ১৪৪৩

মনে রাখার মতো শিল্পী

চিরবিদায় নিয়েছেন কণ্ঠশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। তিনি শুধু ভারতে জনপ্রিয় ছিলেন না, তার জনপ্রিয়তা বাংলাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ও স্পর্শ করেছিল। তিনি হিন্দি, বাংলা, অসমীয়া, তামিল, তেলেগু, মালয়ালাম, গুজরাটিসহ অনেক ভাষায় গান গেয়েছেন। বিখ্যাত অনেক গান তার গুণমুগ্ধদের মুখেও শোনা যায়। সর্বভারতীয় সংগীত সমাজে শুধু নয়, তিনি আমাদের বাংলাদেশেও অতি পরিচিত শিল্পী ছিলেন, থাকবেনও- ‘আলভিদা’ কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ।

বহু স্মরণীয় গানের পাশাপাশি তাকে এ জন্যও স্মরণ করা হবে, যিনি তার অন্তিমক্ষণেও গান থামাননি। স্পটলাইটগুলো অসহ্য লাগছিল, প্রতিটি হিটের পর উইংসে ঘাম মুছতে হচ্ছিল, ফায়ার এক্সটিংগুইশারের স্প্রে তার দমবন্ধ করে দিচ্ছিল বারবারে, তবু তিনি গান থামাননি। প্রসঙ্গক্রমে মনে পড়ে, গত শতকের সেরা এক আফ্রিকান প্রতিভা, মিরিয়াম ম্যাকেবা গান গাইতে গাইতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মঞ্চে। কিন্তু মিরিয়ামের বয়স ছিল ৭৬ কি ৭৭। সেখানে কেকের মাত্র ৫৩। যে শিল্পী স্টেজ কাঁপিয়ে এক্ষুণি ‘আলভিদা’ গাইছেন, কীভাবে এত দ্রুত হতে পারে তার প্রস্থান!

লিয়াকত হোসেন খোকন