রক্ষা পাক নদী

নদীমাতৃক এ দেশে নদীর ভূমিকা ঠিক দেহের শিরা-উপশিরার মতোই। যার প্রবাহের মাধ্যমে এক বৈচিত্র্য রূপ ফুটে ওঠে। নদীগুলো মায়ের মতো করে পুরো স্থলকে যেন আগলে রেখেছে। এজন্য বাংলাদেশের পথচলায় নদীর ভূমিকা অপরিসীম। নদীকে অপব্যবহার করে ভরাট করে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা এবং নদীর পথচলাকে থমকে দিতে তৈরি হচ্ছে বাঁধ। ফলে আজ প্রবাহমান নদীর বর্তমান নাম মৃত নদী। অপচনশীল দ্রব্য নদীতে নিক্ষেপের ফলে নদীর জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

এখনই সময় আমাদের সবাইকে নদী বিষয়ে সচেতনা অবলম্বন করানো। নদীতে ময়লা-আবর্জনা না ফেলে নদীর পরিবেশ ঠিক রাখা। এক্ষত্রে প্রশাসনের নজরদারি খুবই জরুরি। নদী থেকে অতিরিক্ত মাত্রায় বালি উত্তোলন বন্ধ করে নদীতে প্রয়োজনীয় স্থানে খনন করা, অযথা বাঁধ দিয়ে নদীর প্রবাহ বন্ধের ব্যাপারে সচেতনতাও জরুরি। সর্বোপরি সকলের নজরদারি ও সচেতনাই পারে নদীগুলোকে রক্ষা করতে।

আবু সুফিয়ান সরকার শুভ

বুধবার, ২২ জুন ২০২২ , ৮ আষাড় ১৪২৮ ২২ জিলকদ ১৪৪৩

রক্ষা পাক নদী

নদীমাতৃক এ দেশে নদীর ভূমিকা ঠিক দেহের শিরা-উপশিরার মতোই। যার প্রবাহের মাধ্যমে এক বৈচিত্র্য রূপ ফুটে ওঠে। নদীগুলো মায়ের মতো করে পুরো স্থলকে যেন আগলে রেখেছে। এজন্য বাংলাদেশের পথচলায় নদীর ভূমিকা অপরিসীম। নদীকে অপব্যবহার করে ভরাট করে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা এবং নদীর পথচলাকে থমকে দিতে তৈরি হচ্ছে বাঁধ। ফলে আজ প্রবাহমান নদীর বর্তমান নাম মৃত নদী। অপচনশীল দ্রব্য নদীতে নিক্ষেপের ফলে নদীর জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

এখনই সময় আমাদের সবাইকে নদী বিষয়ে সচেতনা অবলম্বন করানো। নদীতে ময়লা-আবর্জনা না ফেলে নদীর পরিবেশ ঠিক রাখা। এক্ষত্রে প্রশাসনের নজরদারি খুবই জরুরি। নদী থেকে অতিরিক্ত মাত্রায় বালি উত্তোলন বন্ধ করে নদীতে প্রয়োজনীয় স্থানে খনন করা, অযথা বাঁধ দিয়ে নদীর প্রবাহ বন্ধের ব্যাপারে সচেতনতাও জরুরি। সর্বোপরি সকলের নজরদারি ও সচেতনাই পারে নদীগুলোকে রক্ষা করতে।

আবু সুফিয়ান সরকার শুভ