পলিথিনে মোড়ানো পোস্টার নিষিদ্ধ করা হোক

গ্রামে হোক বা শহরে হোক সব ধরনের নির্বাচনে প্রার্থীরা প্রাচারণার জন্য ডিজিটাল ব্যানারের পাশাপাশি হ্যান্ডবিল, বড় পোস্টার ব্যবহার করে। ইদানিং লক্ষ করছি পোস্টার যেন সহজে ছিঁড়ে না যায় এবং ঝড় বৃষ্টিতে যেন নষ্ট না হয় সেজন্য প্রার্থীরা পোস্টারগুলো পলিথিন দিয়ে মোড়ায়। অর্থাৎ রেক্সিন পোস্টার বানিয়ে রাস্তা-ঘাটে, অলি-গলিতে রশি দিয়ে ঝুলিয়ে রাখে। এগুলো নির্বাচনের আগে ও পরে যত্রতত্র পথে ঘাটে আবর্জনার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে। শেষ পরিণতিতে এগুলো চলে যায় ড্রেন, জলাশয় এবং নদীতে, যা পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর, তা আর বলার অপেক্ষা রাখে না।

দেশের প্রচলিত আইন অনুযায়ী পলিথিনের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ রয়েছে। এরপরেও যত্রতত্র এর অবাধ ব্যবহার দেখা যাচ্ছে। তাই নির্বাচনে পলিথিন মোড়ানো পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হোক। আইনের যথাযথ প্রয়োগ করা হোক। আশাকরি কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিবেন।

হাসু কবির

বুধবার, ২২ জুন ২০২২ , ৮ আষাড় ১৪২৮ ২২ জিলকদ ১৪৪৩

পলিথিনে মোড়ানো পোস্টার নিষিদ্ধ করা হোক

গ্রামে হোক বা শহরে হোক সব ধরনের নির্বাচনে প্রার্থীরা প্রাচারণার জন্য ডিজিটাল ব্যানারের পাশাপাশি হ্যান্ডবিল, বড় পোস্টার ব্যবহার করে। ইদানিং লক্ষ করছি পোস্টার যেন সহজে ছিঁড়ে না যায় এবং ঝড় বৃষ্টিতে যেন নষ্ট না হয় সেজন্য প্রার্থীরা পোস্টারগুলো পলিথিন দিয়ে মোড়ায়। অর্থাৎ রেক্সিন পোস্টার বানিয়ে রাস্তা-ঘাটে, অলি-গলিতে রশি দিয়ে ঝুলিয়ে রাখে। এগুলো নির্বাচনের আগে ও পরে যত্রতত্র পথে ঘাটে আবর্জনার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে। শেষ পরিণতিতে এগুলো চলে যায় ড্রেন, জলাশয় এবং নদীতে, যা পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর, তা আর বলার অপেক্ষা রাখে না।

দেশের প্রচলিত আইন অনুযায়ী পলিথিনের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ রয়েছে। এরপরেও যত্রতত্র এর অবাধ ব্যবহার দেখা যাচ্ছে। তাই নির্বাচনে পলিথিন মোড়ানো পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হোক। আইনের যথাযথ প্রয়োগ করা হোক। আশাকরি কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিবেন।

হাসু কবির