ঢাকা মোটর শো শুরু আজ

আজ থেকে মোটরপ্রেমীদের জনপ্রিয় প্রদর্শনী ঢাকা মোটর শো-২০২২ শুরু হচ্ছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এই প্রদর্শনী চলবে ২৫ জুন পর্যন্ত। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে। প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

করোনার কারণে দুবছর বন্ধ থাকার পর তিন দিনব্যাপী ১৫তম এই প্রদর্শনীর আয়োজন করেছে সেমস-গ্লোবাল ইউএসএ। প্রদর্শনীতে ব্র্যান্ড নিউ গাড়ি, বাইকসহ অটোমোটিভ জগতের নানা গাড়ি থাকবে।

আয়োজকরা জানান, ঢাকা মোটর শো চলাকালে একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘ষষ্ঠ ঢাকা বাইক শো-২০২২’, ‘পঞ্চম ঢাকা অটোপার্টস শো ২০২২’ এবং ‘চতুর্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো-২০২২’।

যৌথভাবে একই সময়ে অনুষ্ঠিতব্য ‘ঢাকা মোটর শো’, ‘ঢাকাবাইক শো’, ‘ঢাকা অটোপার্টস শো’ এবং ‘ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’ বাংলাদেশের অটোমোটিভ শিল্পের একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী, যাতে জার্মানি, ইতালি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ভারত, মালয়েশিয়াসহ আরও ১৫টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ২৮৭টি প্রদর্শক, ৫৩০টি বুথের মাধ্যমে অংশ নেবে।

প্রদর্শনীতে অটোমোবাইল এবং মোটরবাইক ব্যবসায়ী থেকে শুরু করে সিএনজি রূপান্তরকারী সংস্থাগুলো, লুব্রিক্যান্ট, ব্যাটারি এবং টায়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোও তাদের পণ্য প্রদর্শন করবে। সেমস-গ্লোবাল ইউএসএ দীর্ঘদিন ধরে এই প্রদর্শনীর আয়োজন করে যাচ্ছে, যা নতুন যানবাহন ও দ্রুত বর্ধনশীল অটোমোটিভ শিল্পের বাজার বৃদ্ধির জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম এবং বাংলাদেশে অটো শিল্পের ব্যবসার জন্য যা এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রদর্শনীতে বাংলাদেশে লঞ্চিং হওয়া ‘চেরি বাংলাদেশ’ নতুন একটি কার ব্র্যান্ড, ব্র্যান্ড নিউ মোটরবাইক, স্কুটারস এবং নতুন গাড়ি, স্পোর্টস ইউটিলিটি যানবাহন, মাল্টি ইউটিলিটি যানবাহন, বাণিজ্যিক যানবাহন, বাস, ট্রাক, থ্রি হুইলার, বিকল্প শক্তিচালিত যানবাহন ইত্যাদি থাকবে।

এছাড়া প্রদর্শনীতে থাকবে স্বয়ংচালিত সামগ্রী এবং খুচরা যন্ত্রাংশ, গ্যারেজ ও গ্যারেজ সরঞ্জাম, আনুষঙ্গিক, বীমা পণ্য ও পরিসেবা, অটো ফাইন্যান্স অ্যান্ড লিজিং, অটো ইন্ডাস্ট্রি, আইটি ও লুব্রিক্যান্টস, সিএনজি কিট, টায়ার ও হুইল, ডিজাইন ধারণা, অটো ইলেকট্রনিক্স, কোচ বিল্ডার-ডিজাইন যানবাহন থাকবে।

এ বছরের ঢাকা মোটর শোতে বেশকিছু নতুন আকর্ষণ রয়েছে। তার মধ্যে অন্যতম হলোÑ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান প্রদর্শনীতে বিভিন্ন ধরনের অটোমোবাইল ঋণের আকর্ষণীয় অফার নিয়ে অংশগ্রহণ করবে বলেও আয়োজকরা জানান ।

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ , ৯ আষাড় ১৪২৮ ২৩ জিলকদ ১৪৪৩

ঢাকা মোটর শো শুরু আজ

নিজস্ব বার্তা পরিবেশক

আজ থেকে মোটরপ্রেমীদের জনপ্রিয় প্রদর্শনী ঢাকা মোটর শো-২০২২ শুরু হচ্ছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এই প্রদর্শনী চলবে ২৫ জুন পর্যন্ত। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে। প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

করোনার কারণে দুবছর বন্ধ থাকার পর তিন দিনব্যাপী ১৫তম এই প্রদর্শনীর আয়োজন করেছে সেমস-গ্লোবাল ইউএসএ। প্রদর্শনীতে ব্র্যান্ড নিউ গাড়ি, বাইকসহ অটোমোটিভ জগতের নানা গাড়ি থাকবে।

আয়োজকরা জানান, ঢাকা মোটর শো চলাকালে একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘ষষ্ঠ ঢাকা বাইক শো-২০২২’, ‘পঞ্চম ঢাকা অটোপার্টস শো ২০২২’ এবং ‘চতুর্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো-২০২২’।

যৌথভাবে একই সময়ে অনুষ্ঠিতব্য ‘ঢাকা মোটর শো’, ‘ঢাকাবাইক শো’, ‘ঢাকা অটোপার্টস শো’ এবং ‘ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’ বাংলাদেশের অটোমোটিভ শিল্পের একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী, যাতে জার্মানি, ইতালি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ভারত, মালয়েশিয়াসহ আরও ১৫টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ২৮৭টি প্রদর্শক, ৫৩০টি বুথের মাধ্যমে অংশ নেবে।

প্রদর্শনীতে অটোমোবাইল এবং মোটরবাইক ব্যবসায়ী থেকে শুরু করে সিএনজি রূপান্তরকারী সংস্থাগুলো, লুব্রিক্যান্ট, ব্যাটারি এবং টায়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোও তাদের পণ্য প্রদর্শন করবে। সেমস-গ্লোবাল ইউএসএ দীর্ঘদিন ধরে এই প্রদর্শনীর আয়োজন করে যাচ্ছে, যা নতুন যানবাহন ও দ্রুত বর্ধনশীল অটোমোটিভ শিল্পের বাজার বৃদ্ধির জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম এবং বাংলাদেশে অটো শিল্পের ব্যবসার জন্য যা এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রদর্শনীতে বাংলাদেশে লঞ্চিং হওয়া ‘চেরি বাংলাদেশ’ নতুন একটি কার ব্র্যান্ড, ব্র্যান্ড নিউ মোটরবাইক, স্কুটারস এবং নতুন গাড়ি, স্পোর্টস ইউটিলিটি যানবাহন, মাল্টি ইউটিলিটি যানবাহন, বাণিজ্যিক যানবাহন, বাস, ট্রাক, থ্রি হুইলার, বিকল্প শক্তিচালিত যানবাহন ইত্যাদি থাকবে।

এছাড়া প্রদর্শনীতে থাকবে স্বয়ংচালিত সামগ্রী এবং খুচরা যন্ত্রাংশ, গ্যারেজ ও গ্যারেজ সরঞ্জাম, আনুষঙ্গিক, বীমা পণ্য ও পরিসেবা, অটো ফাইন্যান্স অ্যান্ড লিজিং, অটো ইন্ডাস্ট্রি, আইটি ও লুব্রিক্যান্টস, সিএনজি কিট, টায়ার ও হুইল, ডিজাইন ধারণা, অটো ইলেকট্রনিক্স, কোচ বিল্ডার-ডিজাইন যানবাহন থাকবে।

এ বছরের ঢাকা মোটর শোতে বেশকিছু নতুন আকর্ষণ রয়েছে। তার মধ্যে অন্যতম হলোÑ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান প্রদর্শনীতে বিভিন্ন ধরনের অটোমোবাইল ঋণের আকর্ষণীয় অফার নিয়ে অংশগ্রহণ করবে বলেও আয়োজকরা জানান ।