যমজ শিশুর পদ্মা ও সেতু

নারায়ণগঞ্জের পর এবার কুমিল্লার বরুড়ায় জন্ম নেয়া জমজ কন্যা শিশুর নাম রাখা হয়েছে বাঙালীর গর্বের অহংকার পদ্মা সেতুর নামে পদ্মা ও সেতু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামের সৌদি প্রবাসী মো. সোহাগ হোসেনের স্ত্রী ঝুমুর বেগম (২০) গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারীতে জমজ দুটি কন্যা সন্তান জন্ম দেন। এরপর ওই শিশু দুইটির নাম বাঙ্গালির গর্বের অহংকার পদ্মা সেতুর নামে নামকরণ করে ‘পদ্মা ও সেতু’ রাখা হয়। নবজাতক এবং তাদের মা উভয়েই সুস্থ্য আছেন।

মা ঝুমুর বেগম চিকিৎসকদের রাখা সন্তানদের এ নামকরণে খুশি প্রকাশ করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. কামরুল হাসান সোহেল সত্যতা স্বীকার করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের গর্বের অহঙ্কার পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রখনের পূর্বে নরমাল ডেলিভারীর মাধ্যমে ঝুমুর বেগম দুটি জমজ কন্যা শিশুর জন্ম দেন। ‘স্বপ্নের পদ্মা সেতুর’ সঙ্গে তাদের নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। নবজাতক এবং তাদের মা সুস্থ্য আছেন। নবজাতকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এছাড়া তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতকদেরকে উপহার সামগ্রী দেওয়া হয়েছে। এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সংক্রান্ত তাদের সব ধরনের সুবিধা সবসময়ই অগ্রাধিকার দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ১৭ জুন সকালে নারায়ণগঞ্জের যুবলীগ নেতা অপু অ্যানি দম্পতির ঘরে এক সঙ্গে জন্ম নেয় তিন নবজাতক। পরে তাদের নাম রাখা হয় ‘স্বপ্ন, পদ্মা ও সেতু’।

এ বিষয়ে খবর প্রচারিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য শুভেচ্ছা উপহার প্রেরণ করেন। উপহার স্বরুপ পেয়েছেন এক ভরি ওজনের ৩টি স্বর্ণের চেইন ও ফলমূল।

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ , ৯ আষাড় ১৪২৮ ২৩ জিলকদ ১৪৪৩

যমজ শিশুর পদ্মা ও সেতু

প্রতিনিধি, বরুড়া (কুমিল্লা)

নারায়ণগঞ্জের পর এবার কুমিল্লার বরুড়ায় জন্ম নেয়া জমজ কন্যা শিশুর নাম রাখা হয়েছে বাঙালীর গর্বের অহংকার পদ্মা সেতুর নামে পদ্মা ও সেতু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামের সৌদি প্রবাসী মো. সোহাগ হোসেনের স্ত্রী ঝুমুর বেগম (২০) গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারীতে জমজ দুটি কন্যা সন্তান জন্ম দেন। এরপর ওই শিশু দুইটির নাম বাঙ্গালির গর্বের অহংকার পদ্মা সেতুর নামে নামকরণ করে ‘পদ্মা ও সেতু’ রাখা হয়। নবজাতক এবং তাদের মা উভয়েই সুস্থ্য আছেন।

মা ঝুমুর বেগম চিকিৎসকদের রাখা সন্তানদের এ নামকরণে খুশি প্রকাশ করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. কামরুল হাসান সোহেল সত্যতা স্বীকার করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের গর্বের অহঙ্কার পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রখনের পূর্বে নরমাল ডেলিভারীর মাধ্যমে ঝুমুর বেগম দুটি জমজ কন্যা শিশুর জন্ম দেন। ‘স্বপ্নের পদ্মা সেতুর’ সঙ্গে তাদের নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। নবজাতক এবং তাদের মা সুস্থ্য আছেন। নবজাতকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এছাড়া তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতকদেরকে উপহার সামগ্রী দেওয়া হয়েছে। এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সংক্রান্ত তাদের সব ধরনের সুবিধা সবসময়ই অগ্রাধিকার দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ১৭ জুন সকালে নারায়ণগঞ্জের যুবলীগ নেতা অপু অ্যানি দম্পতির ঘরে এক সঙ্গে জন্ম নেয় তিন নবজাতক। পরে তাদের নাম রাখা হয় ‘স্বপ্ন, পদ্মা ও সেতু’।

এ বিষয়ে খবর প্রচারিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য শুভেচ্ছা উপহার প্রেরণ করেন। উপহার স্বরুপ পেয়েছেন এক ভরি ওজনের ৩টি স্বর্ণের চেইন ও ফলমূল।