ফেসবুক প্রতারণা

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অপব্যবহার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতারণার মাধ্যম হিসেবে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। ফলে প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ প্রতারণার শিকার হচ্ছে।

অনলাইন সেবা যেমন অনেক সুবিধা দিয়েছে, ঘরে বসেই পাওয়া যাচ্ছে সব সেবা, এর ফাঁকেই ঢুকে বসে আছে বড় সব প্রতারক। তারা পণ্যের বাহারি বিজ্ঞাপন, ছাড়ের অফার দিয়ে ক্রেতাকে টানছে নানা প্রলোভনে। তারপর মুহূর্তেই বড় ধরনের প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করবে ক্রেতাকে, ন্যূনতম হতাশ করবেই। অনলাইনে কেনাকাটায় অসংখ্য প্রতারণার ঘটনা ঘটছে। অনেক ভুক্তভোগী প্রতিকারের পথ পাচ্ছেন না।

অনলাইন শপিংয়ের আরও নানা ফাঁদ আবিষ্কার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি ফেসবুকে কিছু প্রতারক চক্র বিভিন্ন ব্যবসায়িক নামে অনলাইন শপিংয়ের পেজ খুলে স্মার্টফোন বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। এসব অনলাইন শপ থেকে পণ্য অর্ডার করে কেউ পাচ্ছেন নষ্ট পুরোনো মোবাইল, আবার কেউ পাচ্ছেন খালি প্যাকেট।

করোনার কারণে একদিকে মানুষের অর্থনীতি যেমন দুর্বল, তেমন ঝুঁকি নিয়ে সবাই মার্কেটে যেতে চায় না। আবার মার্কেটে যাতায়াতেও খরচ কম নয়। এসব সংকটকে পুঁজি করে অনলাইন বাণিজ্যে প্রতারণা করছেই। অনলাইন বাণিজ্যের পরিপূরক হয়ে উঠেছে প্রতারণা শব্দটি। তাই এদের রাশ টেনে ধরা জরুরি। সময় থাকতে ব্যবস্থা না নিলে এরাও মহীরুহ হয়ে উঠবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা গ্রহণের সঙ্গে চাই একটি সামাজিক আন্দোলন।

আর কে চৌধুরী

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ , ৯ আষাড় ১৪২৮ ২৩ জিলকদ ১৪৪৩

ফেসবুক প্রতারণা

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অপব্যবহার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতারণার মাধ্যম হিসেবে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। ফলে প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ প্রতারণার শিকার হচ্ছে।

অনলাইন সেবা যেমন অনেক সুবিধা দিয়েছে, ঘরে বসেই পাওয়া যাচ্ছে সব সেবা, এর ফাঁকেই ঢুকে বসে আছে বড় সব প্রতারক। তারা পণ্যের বাহারি বিজ্ঞাপন, ছাড়ের অফার দিয়ে ক্রেতাকে টানছে নানা প্রলোভনে। তারপর মুহূর্তেই বড় ধরনের প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করবে ক্রেতাকে, ন্যূনতম হতাশ করবেই। অনলাইনে কেনাকাটায় অসংখ্য প্রতারণার ঘটনা ঘটছে। অনেক ভুক্তভোগী প্রতিকারের পথ পাচ্ছেন না।

অনলাইন শপিংয়ের আরও নানা ফাঁদ আবিষ্কার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি ফেসবুকে কিছু প্রতারক চক্র বিভিন্ন ব্যবসায়িক নামে অনলাইন শপিংয়ের পেজ খুলে স্মার্টফোন বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। এসব অনলাইন শপ থেকে পণ্য অর্ডার করে কেউ পাচ্ছেন নষ্ট পুরোনো মোবাইল, আবার কেউ পাচ্ছেন খালি প্যাকেট।

করোনার কারণে একদিকে মানুষের অর্থনীতি যেমন দুর্বল, তেমন ঝুঁকি নিয়ে সবাই মার্কেটে যেতে চায় না। আবার মার্কেটে যাতায়াতেও খরচ কম নয়। এসব সংকটকে পুঁজি করে অনলাইন বাণিজ্যে প্রতারণা করছেই। অনলাইন বাণিজ্যের পরিপূরক হয়ে উঠেছে প্রতারণা শব্দটি। তাই এদের রাশ টেনে ধরা জরুরি। সময় থাকতে ব্যবস্থা না নিলে এরাও মহীরুহ হয়ে উঠবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা গ্রহণের সঙ্গে চাই একটি সামাজিক আন্দোলন।

আর কে চৌধুরী