সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক সামান্য বাড়লো

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল দেশের শেয়ারবাজারে সূচক সামান্য বেড়েছে। এদিন দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত রয়েছে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ১৬২ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬১৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২৮৭ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত আছে ৪১টির।

বাজার বিশ্লেষকদের মতে, সপ্তাহের শেষ কর্মদিবসে দিনের প্রথম ৪০ মিনিট লেনদেন হয়েছে সূচকের উত্থানে। কিন্তু তারপর ক্রেতার তুলনায় বিক্রেতা বেশি থাকায় দিনের বাকি সময় লেনদেনে সূচক খুব একটা সুবিধা করতে পারেনি। সূচক বাড়লেও কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা চারদিন সূচক পতনের পর বুধ ও বৃহস্পতিবার টানা দুদিন সূচক বাড়লো।

এদিন ডিএসইতে ৬৮৩ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার। অর্থাৎ লেনদেন কিছুটা কমেছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে ফুওয়াং ফুড, শাইনপুকুর সিরামিক, জেএমআই হসপিটাল, আরএকে সিরামিক, ন্যাশনাল ব্যাংক, ফুওয়াং সিরামিক, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজারটিতে ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টির। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ২৪ লাখ ৭৪ হাজার ৯৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৮ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা।

শুক্রবার, ২৪ জুন ২০২২ , ১০ আষাড় ১৪২৮ ২৪ জিলকদ ১৪৪৩

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক সামান্য বাড়লো

নিজস্ব বার্তা পরিবেশক

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল দেশের শেয়ারবাজারে সূচক সামান্য বেড়েছে। এদিন দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত রয়েছে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ১৬২ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬১৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২৮৭ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত আছে ৪১টির।

বাজার বিশ্লেষকদের মতে, সপ্তাহের শেষ কর্মদিবসে দিনের প্রথম ৪০ মিনিট লেনদেন হয়েছে সূচকের উত্থানে। কিন্তু তারপর ক্রেতার তুলনায় বিক্রেতা বেশি থাকায় দিনের বাকি সময় লেনদেনে সূচক খুব একটা সুবিধা করতে পারেনি। সূচক বাড়লেও কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা চারদিন সূচক পতনের পর বুধ ও বৃহস্পতিবার টানা দুদিন সূচক বাড়লো।

এদিন ডিএসইতে ৬৮৩ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার। অর্থাৎ লেনদেন কিছুটা কমেছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে ফুওয়াং ফুড, শাইনপুকুর সিরামিক, জেএমআই হসপিটাল, আরএকে সিরামিক, ন্যাশনাল ব্যাংক, ফুওয়াং সিরামিক, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজারটিতে ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টির। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ২৪ লাখ ৭৪ হাজার ৯৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৮ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা।