ই-ক্যাব নির্বাচন: আবারও সভাপতি শমী কায়সার, তমাল সাধারণ সম্পাদক

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২ এ সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি শমী কায়সার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। গত ২০ মার্চ সংগঠনটির শীর্ষ কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫টি পদে ৫ জন কর্মকর্তা নির্বাচিত হন। নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ন-সম্পাদক নাছিমা আক্তার নিশা এবং অর্থ সম্পাদক আসিফ আহনাফ। আসিফ আহনাফ বর্তমান কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। নির্বাচিত অন্যান্য সদস্যরা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। ৯ জনের এই পরিষদ আগামী ২ বছর কাজ করবেন।

নতুন কমিটিতে পরিচালক হিসাবে আছেন সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান, সাইদ রহমান এবং ইলমুল হক সজিব। এর মধ্যে ইলমুল হক সজিব দ্য চেঞ্জ মেকার্স প্যানেল থেকে এবং বাকি ৮ জন অগ্রগামী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সভাপতি শমী কায়সার বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করার জন্য আগামী ২ বছর আমি ও আমার টিম কাজ করবো এবং আমরা সবাইকে নিয়ে এই খাতকে এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৪ জুলাই ২০২২। এরপর নতুন নির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ২৪ জুন ২০২২ , ১০ আষাড় ১৪২৮ ২৪ জিলকদ ১৪৪৩

ই-ক্যাব নির্বাচন: আবারও সভাপতি শমী কায়সার, তমাল সাধারণ সম্পাদক

image

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২ এ সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি শমী কায়সার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। গত ২০ মার্চ সংগঠনটির শীর্ষ কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫টি পদে ৫ জন কর্মকর্তা নির্বাচিত হন। নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ন-সম্পাদক নাছিমা আক্তার নিশা এবং অর্থ সম্পাদক আসিফ আহনাফ। আসিফ আহনাফ বর্তমান কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। নির্বাচিত অন্যান্য সদস্যরা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। ৯ জনের এই পরিষদ আগামী ২ বছর কাজ করবেন।

নতুন কমিটিতে পরিচালক হিসাবে আছেন সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান, সাইদ রহমান এবং ইলমুল হক সজিব। এর মধ্যে ইলমুল হক সজিব দ্য চেঞ্জ মেকার্স প্যানেল থেকে এবং বাকি ৮ জন অগ্রগামী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সভাপতি শমী কায়সার বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করার জন্য আগামী ২ বছর আমি ও আমার টিম কাজ করবো এবং আমরা সবাইকে নিয়ে এই খাতকে এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৪ জুলাই ২০২২। এরপর নতুন নির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।