পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাজীপুরে নানা কর্মসূচি

আজ ২৫ জুন বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকালে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ জেলা প্রশাসক আনিসুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মাসেতু উদ্বোধনের চিত্রটি সরাসরি গাজীপুর রাজবাড়ি মাঠে বড় পর্যায় দেখানো হবে। তিনদিন ব্যাপি অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি ফুটানো হবে। পদ্মাসেতু উদ্বোধনী অনুষ্ঠানে জেলার সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি এবং জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জাাননো হয়েছে।

প্রেস ব্রিফিংকালে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরিন পারভীন, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মো. মুজিবুর রহমান, মো. খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ও রুহুল আমিন সজিব, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, সাংবাদিক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৫ জুন ২০২২ , ১১ আষাড় ১৪২৮ ২৫ জিলকদ ১৪৪৩

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাজীপুরে নানা কর্মসূচি

প্রতিনিধি, গাজীপুর

আজ ২৫ জুন বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকালে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ জেলা প্রশাসক আনিসুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মাসেতু উদ্বোধনের চিত্রটি সরাসরি গাজীপুর রাজবাড়ি মাঠে বড় পর্যায় দেখানো হবে। তিনদিন ব্যাপি অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি ফুটানো হবে। পদ্মাসেতু উদ্বোধনী অনুষ্ঠানে জেলার সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি এবং জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জাাননো হয়েছে।

প্রেস ব্রিফিংকালে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরিন পারভীন, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মো. মুজিবুর রহমান, মো. খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ও রুহুল আমিন সজিব, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, সাংবাদিক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।