দারাজমার্ট নিয়ে এলো এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের ‘দারাজমার্ট’ সম্প্রতি নিয়ে এলো এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস। ফলে সেইম-ডে ডেলিভারি সুবিধার আওতায় ক্রেতারা এখন দারাজ থেকে তাদের পছন্দের ও প্রয়োজনীয় দৈনন্দিন পণ্য যেদিন অর্ডার করবেন সেই দিনেই পেয়ে যেতে পারেন।

একই দিনে ডেলিভারি নিশ্চিত করতে হলে গ্রাহকদেরকে রাত ১২টা থেকে সকাল ১১টার মধ্যে অর্ডার দিতে হবে। সকাল ১১টার পর অর্ডার দেওয়া হলে, তা পরদিন ডেলিভারি দেওয়া হবে। বর্তমানে, ঢাকা মেট্রো (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রামে (মেট্রো এলাকা) এফবিডি বা দারাজের গুদামজাত পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ কেজি পর্যন্ত কেনাকাটায় এই সুবিধা দেবে দারাজমার্ট। এ বিষয়ে দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম বলেন, ‘পরদিন এবং একই দিন ডেলিভারি সেবা- দুটিই ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে। বর্তমানের ব্যস্ত জীবনযাত্রাকে একটু সহজ করতে গ্রাহকরা এমন ডেলিভারি মাধ্যমের খোঁজ করে থাকেন যা তাদের সময় এবং খরচ বাঁচায়। এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ভোক্তাদের জন্য দারাজ মার্টের এক্সপ্রেস ডেলিভারি সেবা নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য হল ভোক্তাদেরকে দ্রুততর ডেলিভারি সেবার আওতায় নিয়ে আসা। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ২৫ জুন ২০২২ , ১১ আষাড় ১৪২৮ ২৫ জিলকদ ১৪৪৩

দারাজমার্ট নিয়ে এলো এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস

image

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের ‘দারাজমার্ট’ সম্প্রতি নিয়ে এলো এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস। ফলে সেইম-ডে ডেলিভারি সুবিধার আওতায় ক্রেতারা এখন দারাজ থেকে তাদের পছন্দের ও প্রয়োজনীয় দৈনন্দিন পণ্য যেদিন অর্ডার করবেন সেই দিনেই পেয়ে যেতে পারেন।

একই দিনে ডেলিভারি নিশ্চিত করতে হলে গ্রাহকদেরকে রাত ১২টা থেকে সকাল ১১টার মধ্যে অর্ডার দিতে হবে। সকাল ১১টার পর অর্ডার দেওয়া হলে, তা পরদিন ডেলিভারি দেওয়া হবে। বর্তমানে, ঢাকা মেট্রো (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রামে (মেট্রো এলাকা) এফবিডি বা দারাজের গুদামজাত পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ কেজি পর্যন্ত কেনাকাটায় এই সুবিধা দেবে দারাজমার্ট। এ বিষয়ে দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম বলেন, ‘পরদিন এবং একই দিন ডেলিভারি সেবা- দুটিই ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে। বর্তমানের ব্যস্ত জীবনযাত্রাকে একটু সহজ করতে গ্রাহকরা এমন ডেলিভারি মাধ্যমের খোঁজ করে থাকেন যা তাদের সময় এবং খরচ বাঁচায়। এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ভোক্তাদের জন্য দারাজ মার্টের এক্সপ্রেস ডেলিভারি সেবা নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য হল ভোক্তাদেরকে দ্রুততর ডেলিভারি সেবার আওতায় নিয়ে আসা। সংবাদ বিজ্ঞপ্তি।