দায়িত্বটা নিজেকেই নিতে হবে

পরিবেশ দূষণ একটি বৈশ্বিক সমস্যা। যার ভয়াবহ পরিণাম বিশ্ব প্রত্যক্ষ করছে। সৃষ্ট সমস্যাটি আমাদের দ্বারাই সংঘটিত হয়েছে। তাই আমাদেরই সমাধান করতে হবে। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়Ñ পরিছন্ন ও দূষণমুক্ত নগরী গড়ে ওঠার পেছনে নগরীর সর্বস্তরের মানুষের অবদান রয়েছে। বিশেষত তাদের জীবনের প্রতি ভালবাসা, অন্যের সমস্যাটা নিজের মনে করে দেখা ও পুরো নগরটাকেই নিজের বাগানের ন্যায় পরিছন্ন রাখার মন মানসিকতা রাখা ও সচেতনতাই অসাধ্য সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভাল। সমস্যা যেন সৃষ্টি না হয় পূর্ব থেকেই সেদিকে লক্ষ্য রাখতে হয়। তাহলে সমাধানের উপায় খুঁজতে হবে না, আর দুর্ভোগেও পড়তে হবে না।

নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হলে আবর্জনা যেখানে সেখানে না ফেলানো ও পতিত কোন ময়লা দেখলে পরিচ্ছন্ন কর্মীর অপেক্ষা না করে নিজেই পরিষ্কার করা। এ কাজে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে উৎসাহ প্রদান করা, প্রয়োজনবোধে বিভিন্ন স্থানে ক্যাম্পিং করা। যারা দায়িত্ব নিয়ে নিজেদের শহরটাকে পরিচ্ছন্ন রাখতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে তাদের পুরস্কৃত করা, যাতে তারা কাজের উদ্দীপনা পায়। তাছাড়া সবার উচিত যেখানে-সেখানে আবর্জনা ফেলতে না দেওয়া। সুরক্ষিত থাকতে চাইলে দায়িত্বটা আমদেরই নিতে হবেÑ সবাইকে সচেতন হতে হবে।

হুমায়ূন বিন বাসার

রবিবার, ২৬ জুন ২০২২ , ১২ আষাড় ১৪২৮ ২৬ জিলকদ ১৪৪৩

দায়িত্বটা নিজেকেই নিতে হবে

পরিবেশ দূষণ একটি বৈশ্বিক সমস্যা। যার ভয়াবহ পরিণাম বিশ্ব প্রত্যক্ষ করছে। সৃষ্ট সমস্যাটি আমাদের দ্বারাই সংঘটিত হয়েছে। তাই আমাদেরই সমাধান করতে হবে। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়Ñ পরিছন্ন ও দূষণমুক্ত নগরী গড়ে ওঠার পেছনে নগরীর সর্বস্তরের মানুষের অবদান রয়েছে। বিশেষত তাদের জীবনের প্রতি ভালবাসা, অন্যের সমস্যাটা নিজের মনে করে দেখা ও পুরো নগরটাকেই নিজের বাগানের ন্যায় পরিছন্ন রাখার মন মানসিকতা রাখা ও সচেতনতাই অসাধ্য সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভাল। সমস্যা যেন সৃষ্টি না হয় পূর্ব থেকেই সেদিকে লক্ষ্য রাখতে হয়। তাহলে সমাধানের উপায় খুঁজতে হবে না, আর দুর্ভোগেও পড়তে হবে না।

নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হলে আবর্জনা যেখানে সেখানে না ফেলানো ও পতিত কোন ময়লা দেখলে পরিচ্ছন্ন কর্মীর অপেক্ষা না করে নিজেই পরিষ্কার করা। এ কাজে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে উৎসাহ প্রদান করা, প্রয়োজনবোধে বিভিন্ন স্থানে ক্যাম্পিং করা। যারা দায়িত্ব নিয়ে নিজেদের শহরটাকে পরিচ্ছন্ন রাখতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে তাদের পুরস্কৃত করা, যাতে তারা কাজের উদ্দীপনা পায়। তাছাড়া সবার উচিত যেখানে-সেখানে আবর্জনা ফেলতে না দেওয়া। সুরক্ষিত থাকতে চাইলে দায়িত্বটা আমদেরই নিতে হবেÑ সবাইকে সচেতন হতে হবে।

হুমায়ূন বিন বাসার