বড় পতন শেয়ারবাজারে, লেনদেন নেমেছে এক মাস আগের অবস্থানে

আগের কার্যদিবস সামান্য উত্থান হলেও গতকাল পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সব সূচক কমেছে। সূচকের বেশির ভাগ প্রতিষ্ঠান এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে। এদিন প্রধান শেয়ারাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক মাসের আগের অবস্থায় নেমে গেছে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৯৪ কোটি ৩৭ লাখ টাকার যা এক মাস বা ২১ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৬ মে গতকালকের চেয়ে কম অর্থাৎ ৫৩৯ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৫৬ পয়েন্ট বা ০.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০১.০৮ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.০৬ পয়েন্ট বা ০.২৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১১.৯৯ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৮.৬৮ পয়েন্টে এবং ২২৮৬.৬০ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির বা ২৪.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৩০টির বা ৬০.৩৭ শতাংশের এবং ৫৭টির বা ১৪.৯৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৫.৫৮ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৩.২৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। গতকাল সিএসইতে ২১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর এক কোটি ১৪ লাখ ৩৮ হাজার ৭৭৮টি শেয়ার ৭৫ বার হাত বদলের মাধ্যমে ৫০ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ৫ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৫ লাখ ৪৮ হাজার টাকার ন্যাশনাল পলিমার এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৭ লাখ ৯৫ হাজার টাকার লেনদেন হয়েছে সালভো কেমিক্যালের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩০টির বা ৬০.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফাস ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস ফাস ফাইন্যান্সের ক্লোজিং দর ছিল ৫ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.১০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফাস ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ১.৯৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১.৯৯ শতাংশ, সোনালী পেপারসের ১.৯৯ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১.৯৮ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৮ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৮ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১.৯৬ শতাংশ এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯৬ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৪টির বা ১২৪.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস লেনদেন শেষে গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে গ্লোবাল হেভি কেমিক্যাল ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

সোমবার, ২৭ জুন ২০২২ , ১৩ আষাড় ১৪২৮ ২৫ জিলকদ ১৪৪৩

বড় পতন শেয়ারবাজারে, লেনদেন নেমেছে এক মাস আগের অবস্থানে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবস সামান্য উত্থান হলেও গতকাল পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সব সূচক কমেছে। সূচকের বেশির ভাগ প্রতিষ্ঠান এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে। এদিন প্রধান শেয়ারাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক মাসের আগের অবস্থায় নেমে গেছে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৯৪ কোটি ৩৭ লাখ টাকার যা এক মাস বা ২১ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৬ মে গতকালকের চেয়ে কম অর্থাৎ ৫৩৯ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৫৬ পয়েন্ট বা ০.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০১.০৮ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.০৬ পয়েন্ট বা ০.২৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১১.৯৯ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৮.৬৮ পয়েন্টে এবং ২২৮৬.৬০ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির বা ২৪.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৩০টির বা ৬০.৩৭ শতাংশের এবং ৫৭টির বা ১৪.৯৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৫.৫৮ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৩.২৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। গতকাল সিএসইতে ২১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর এক কোটি ১৪ লাখ ৩৮ হাজার ৭৭৮টি শেয়ার ৭৫ বার হাত বদলের মাধ্যমে ৫০ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ৫ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৫ লাখ ৪৮ হাজার টাকার ন্যাশনাল পলিমার এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৭ লাখ ৯৫ হাজার টাকার লেনদেন হয়েছে সালভো কেমিক্যালের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩০টির বা ৬০.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফাস ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস ফাস ফাইন্যান্সের ক্লোজিং দর ছিল ৫ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.১০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফাস ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ১.৯৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১.৯৯ শতাংশ, সোনালী পেপারসের ১.৯৯ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১.৯৮ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৮ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৮ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১.৯৬ শতাংশ এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯৬ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৪টির বা ১২৪.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস লেনদেন শেষে গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে গ্লোবাল হেভি কেমিক্যাল ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।