দুই নবজাতকের নাম রাখা হলো পদ্মা-সেতু

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সারাদেশ যখন আনন্দের জোয়ারে ভাসছে। তখনই নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই নবজাতকের জন্ম হয়। ডোমার ছোটরাউতা এলাকার আলিম ও রোজিনা দম্পতির কোল জুড়ে আসে একটি মেয়ে সন্তান এবং গোমনাতি ইউনিয়নের দক্ষিন আমবাড়ী এলাকার সাদিক ইমরান ও আরফানা দম্পতির কোল জুড়ে আসে প্রথম একটি পুত্র সন্তান ।

গত শনিবার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন সময়ে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই দুই শিশুর জন্ম হয়। ডোমার উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী দুই পরিবারের সম্মতি নিয়ে মেয়ে নবজাতক শিশুটির নাম রাখেন পদ্মা ও ছেলে নবজাতক শিশুটির নাম রাখেন সেতু। সে সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তপন কুমার, ডা. আবুল আলাসহ মেডিকেলের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা নবজাতক শিশু দুটিকে উপহার ও মায়েদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

আরফানা আক্তার জানান, আজকের দিনটি সকলের কাছে স্মরণীয়। আর আমার কাছেতো সর্বকালের সেরা আনন্দের দিন। আজকে পদ্মা সেতুর উদ্বোধনের সময় আমার কোলজুড়ে এসেছে একটি ছেলে সন্তান। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ডা. রায়হান বারী আমাদের পরিবারের অনুমতি নিয়ে আমার ছেলের নাম রেখেছেন সেতু।

রোজিনা আক্তার জানান, দুপুরে আমার কোল জুড়ে আসে একটি কন্যা সন্তান। ডাক্তারদের নিবির ভালোবাসায় সিজারের মাধ্যমে আমার কন্যা সন্তানটি জন্ম লাভ করে।। ডা. রায়হান বারী আমাদের সম্মতি নিয়ে সন্তানের নাম রেখেছেন পদ্মা।

উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, আজকের দিনটি আমাদের গর্বের। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন প্রসূতি মা সিজারিয়ানের মাধ্যমে দুইটি শিশু জন্ম দেন।

আমরা তাদের সম্মতি নিয়ে দিনকে স্মরণীয় করে রাখতে কন্যা শিশুটির নাম পদ্মা ও ছেলে শিশুটির নাম সেতু রেখেছি। শিশু দুটি ও তাদের মায়েরা সুস্থ্য আছেন।

সোমবার, ২৭ জুন ২০২২ , ১৩ আষাড় ১৪২৮ ২৫ জিলকদ ১৪৪৩

দুই নবজাতকের নাম রাখা হলো পদ্মা-সেতু

প্রতিনিধি, ডোমার (নীলফামারী)

image

ডোমার (নীলফামারী) : নবজাতক শিশু দুটির পরিবারের কাছে উপহার সামগ্রী তুলে দেয়া হয় -সংবাদ

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সারাদেশ যখন আনন্দের জোয়ারে ভাসছে। তখনই নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই নবজাতকের জন্ম হয়। ডোমার ছোটরাউতা এলাকার আলিম ও রোজিনা দম্পতির কোল জুড়ে আসে একটি মেয়ে সন্তান এবং গোমনাতি ইউনিয়নের দক্ষিন আমবাড়ী এলাকার সাদিক ইমরান ও আরফানা দম্পতির কোল জুড়ে আসে প্রথম একটি পুত্র সন্তান ।

গত শনিবার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন সময়ে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই দুই শিশুর জন্ম হয়। ডোমার উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী দুই পরিবারের সম্মতি নিয়ে মেয়ে নবজাতক শিশুটির নাম রাখেন পদ্মা ও ছেলে নবজাতক শিশুটির নাম রাখেন সেতু। সে সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তপন কুমার, ডা. আবুল আলাসহ মেডিকেলের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা নবজাতক শিশু দুটিকে উপহার ও মায়েদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

আরফানা আক্তার জানান, আজকের দিনটি সকলের কাছে স্মরণীয়। আর আমার কাছেতো সর্বকালের সেরা আনন্দের দিন। আজকে পদ্মা সেতুর উদ্বোধনের সময় আমার কোলজুড়ে এসেছে একটি ছেলে সন্তান। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ডা. রায়হান বারী আমাদের পরিবারের অনুমতি নিয়ে আমার ছেলের নাম রেখেছেন সেতু।

রোজিনা আক্তার জানান, দুপুরে আমার কোল জুড়ে আসে একটি কন্যা সন্তান। ডাক্তারদের নিবির ভালোবাসায় সিজারের মাধ্যমে আমার কন্যা সন্তানটি জন্ম লাভ করে।। ডা. রায়হান বারী আমাদের সম্মতি নিয়ে সন্তানের নাম রেখেছেন পদ্মা।

উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, আজকের দিনটি আমাদের গর্বের। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন প্রসূতি মা সিজারিয়ানের মাধ্যমে দুইটি শিশু জন্ম দেন।

আমরা তাদের সম্মতি নিয়ে দিনকে স্মরণীয় করে রাখতে কন্যা শিশুটির নাম পদ্মা ও ছেলে শিশুটির নাম সেতু রেখেছি। শিশু দুটি ও তাদের মায়েরা সুস্থ্য আছেন।