সড়কে ঝরল দুই চালক

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ও উজিরপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, গত শুক্রবার রাত এগারটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে একটি নছিমনের মুখোমুখি সংষর্ষ হয়। এতে নছিমনের চালক খোকন সিকদার (৩০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত খোকন গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের খলিল সিকদারের ছেলে। এ ঘটনায় তুহিন নামের এক নছিমনের যাত্রী গুরুতর আহত হয়েছে। আহত তুহিন ডাসার উপজেলার পূর্ব খান্দানী গ্রামের বাসিন্দা।

অপরদিকে শনিবার দুপুর বারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার এলাকায় যাত্রীবাহী তরি পরিবহন ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালকসহ দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যান চালক আবেদ আলীকে (৪২) মৃত বলে ঘোষণা করেন। নিহত কাভার্ডভ্যান চালক আবেদ আলী রংপুর জেলার পীরগাছা উপজেলার মৃত মোজাম উদ্দিনের ছেলে।

সড়ক দুর্ঘটনার পরপরই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যদের যৌথ প্রচেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, পৃথক দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে।

সোমবার, ২৭ জুন ২০২২ , ১৩ আষাড় ১৪২৮ ২৫ জিলকদ ১৪৪৩

সড়কে ঝরল দুই চালক

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ও উজিরপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, গত শুক্রবার রাত এগারটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে একটি নছিমনের মুখোমুখি সংষর্ষ হয়। এতে নছিমনের চালক খোকন সিকদার (৩০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত খোকন গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের খলিল সিকদারের ছেলে। এ ঘটনায় তুহিন নামের এক নছিমনের যাত্রী গুরুতর আহত হয়েছে। আহত তুহিন ডাসার উপজেলার পূর্ব খান্দানী গ্রামের বাসিন্দা।

অপরদিকে শনিবার দুপুর বারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার এলাকায় যাত্রীবাহী তরি পরিবহন ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালকসহ দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যান চালক আবেদ আলীকে (৪২) মৃত বলে ঘোষণা করেন। নিহত কাভার্ডভ্যান চালক আবেদ আলী রংপুর জেলার পীরগাছা উপজেলার মৃত মোজাম উদ্দিনের ছেলে।

সড়ক দুর্ঘটনার পরপরই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যদের যৌথ প্রচেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, পৃথক দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে।