পদ্মা সেতু : সাহসী ভূমিকায় অনন্য অর্জন

১৯৯৯ সালে প্রাক-সম্ভাব্যতা যাচাই সমীক্ষার মাধ্যমে প্রকল্পের সূত্রপাত হয় স্বপ্নের পদ্মা সেতুর। সূচনার প্রায় দুই দশক পর আজ তা বাস্তবায়ন হয়েছে। এক সময়ের স্বপ্নের সেতু এখন দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে। পদ্মার তীর থেকে দেখা যাচ্ছে পিলারের দীর্ঘ সারি।

উদ্বোধনের পর থেকেই শুরু হয়েছে স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। সেতুটি সম্পূর্ণ রূপে চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। সময়কে উপেক্ষা করে সেতু দিয়ে ছুটবে বাস, ট্রাক। এক সময় চলবে ট্রেনও।

পদ্মা সেতু শুধু রড, সিমেন্ট ও পাথরের সেতু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ১৭ কোটিরও বেশি মানুষের আবেগ। সব দেশি-বিদেশি ষড়যন্ত্র উজিয়ে সম্পূর্ণ দেশের অর্থায়নে মাথা তুলে দাঁড়িয়েছে এই স্বপ্নের পদ্মা সেতু। ষড়যন্ত্রকারীরা পদ্মা সেতু নির্মাণ বন্ধ করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে সেতু সম্বন্ধে নানা রকম মিথ্যা, ভিত্তিহীন তথ্য ও গুজব ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

কিন্তু তাতে সফল হতে পারেনি তারা। দেশবাসীর ভালোবাসা আর বর্তমান সরকারের সাহসী ভূমিকায় নিজ দেশের অর্থায়নে মাথা তুলে দাঁড়িয়েছে এই সেতু। বিশ্ব দরবারে এই সেতু দারুণ এক বিস্ময়।

মাসুদ হোসেন

চাঁদপুর সদর

সোমবার, ২৭ জুন ২০২২ , ১৩ আষাড় ১৪২৮ ২৫ জিলকদ ১৪৪৩

পদ্মা সেতু : সাহসী ভূমিকায় অনন্য অর্জন

১৯৯৯ সালে প্রাক-সম্ভাব্যতা যাচাই সমীক্ষার মাধ্যমে প্রকল্পের সূত্রপাত হয় স্বপ্নের পদ্মা সেতুর। সূচনার প্রায় দুই দশক পর আজ তা বাস্তবায়ন হয়েছে। এক সময়ের স্বপ্নের সেতু এখন দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে। পদ্মার তীর থেকে দেখা যাচ্ছে পিলারের দীর্ঘ সারি।

উদ্বোধনের পর থেকেই শুরু হয়েছে স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। সেতুটি সম্পূর্ণ রূপে চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। সময়কে উপেক্ষা করে সেতু দিয়ে ছুটবে বাস, ট্রাক। এক সময় চলবে ট্রেনও।

পদ্মা সেতু শুধু রড, সিমেন্ট ও পাথরের সেতু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ১৭ কোটিরও বেশি মানুষের আবেগ। সব দেশি-বিদেশি ষড়যন্ত্র উজিয়ে সম্পূর্ণ দেশের অর্থায়নে মাথা তুলে দাঁড়িয়েছে এই স্বপ্নের পদ্মা সেতু। ষড়যন্ত্রকারীরা পদ্মা সেতু নির্মাণ বন্ধ করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে সেতু সম্বন্ধে নানা রকম মিথ্যা, ভিত্তিহীন তথ্য ও গুজব ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

কিন্তু তাতে সফল হতে পারেনি তারা। দেশবাসীর ভালোবাসা আর বর্তমান সরকারের সাহসী ভূমিকায় নিজ দেশের অর্থায়নে মাথা তুলে দাঁড়িয়েছে এই সেতু। বিশ্ব দরবারে এই সেতু দারুণ এক বিস্ময়।

মাসুদ হোসেন

চাঁদপুর সদর