শেয়ারবাজারে সামান্য উত্থান, সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

আগের কার্যদিবস পতন হলেও গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.২৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২০.৩৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯৩ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮০.৮০ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১.৩৮ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৮৫.২১ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭০০ কোটি ৭৬ লাখ টাকার যা আগের কার্যদিবস থেকে ১০৬ কোটি ৩৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৯৪ কোটি ৩৭ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৩৭টির বা ৬২.০৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৯১টির বা ২৩.৬২ শতাংশের এবং ৫৪টির বা ১৪.১৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৪.২৪ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৭.৪৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। গতকাল সিএসইতে ৬১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৬ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর এক কোটি ৪৪ লাখ ২০ হাজার ৭৭৮টি শেয়ার ৯২ বার হাত বদলের মাধ্যমে ৭৬ কোটি ৭৬ লাখ ২৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ৩৩ লাখ ৩৯ হাজার টাকার লেনদেন হয়েছে আইপিডিসির। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৩১ লাখ টাকার হাইডেলবার্গ সিমেন্টের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৫ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১টির বা ২৩.৮২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি

আগের কার্যদিবস ফরচুন সুজের ক্লোজিং দর ছিল ৯৫.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৩.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ১.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফরচুন সুজ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ১.৯৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১.৯৭ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১.৯৬ শতাংশ, আইপিডিসির ১.৯৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ১.৯৪ শতাংশ, ফাইন ফুডসের ১.৯২ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১.৯১ শতাংশ এবং সিনোবাংলার শেয়ার দর ১.৮৯ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৭টির বা ৬২.০৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন অলটেক্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে অলটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫.৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অলটেক্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের ৯.৭৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৭.৮০ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৬০ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৬.৮৯ শতাংশ, রহিমা ফুডের ৫.৯৭ শতাংশ, প্রাইমটেক্সের ৫.৫০ শতাংশ, এমএল ডাইংয়ের ৪.৯৩ শতাংশ, বিডি অটোকার্সের ৪.৬৬ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৪৯ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার, ২৮ জুন ২০২২ , ১৪ আষাড় ১৪২৮ ২৬ জিলকদ ১৪৪৩

শেয়ারবাজারে সামান্য উত্থান, সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবস পতন হলেও গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.২৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২০.৩৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯৩ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮০.৮০ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১.৩৮ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৮৫.২১ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭০০ কোটি ৭৬ লাখ টাকার যা আগের কার্যদিবস থেকে ১০৬ কোটি ৩৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৯৪ কোটি ৩৭ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৩৭টির বা ৬২.০৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৯১টির বা ২৩.৬২ শতাংশের এবং ৫৪টির বা ১৪.১৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৪.২৪ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৭.৪৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। গতকাল সিএসইতে ৬১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৬ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর এক কোটি ৪৪ লাখ ২০ হাজার ৭৭৮টি শেয়ার ৯২ বার হাত বদলের মাধ্যমে ৭৬ কোটি ৭৬ লাখ ২৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ৩৩ লাখ ৩৯ হাজার টাকার লেনদেন হয়েছে আইপিডিসির। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৩১ লাখ টাকার হাইডেলবার্গ সিমেন্টের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৫ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১টির বা ২৩.৮২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি

আগের কার্যদিবস ফরচুন সুজের ক্লোজিং দর ছিল ৯৫.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৩.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ১.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফরচুন সুজ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ১.৯৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১.৯৭ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১.৯৬ শতাংশ, আইপিডিসির ১.৯৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ১.৯৪ শতাংশ, ফাইন ফুডসের ১.৯২ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১.৯১ শতাংশ এবং সিনোবাংলার শেয়ার দর ১.৮৯ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৭টির বা ৬২.০৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন অলটেক্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে অলটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫.৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অলটেক্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের ৯.৭৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৭.৮০ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৬০ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৬.৮৯ শতাংশ, রহিমা ফুডের ৫.৯৭ শতাংশ, প্রাইমটেক্সের ৫.৫০ শতাংশ, এমএল ডাইংয়ের ৪.৯৩ শতাংশ, বিডি অটোকার্সের ৪.৬৬ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৪৯ শতাংশ বেড়েছে।